চীনের ‘দ্বৈত আবর্তন’ কৌশল উন্নয়নের আরও বেশি সুযোগ সৃষ্টি করবে: বিভিন্ন আন্তঃদেশীয় কোম্পানির আশাবাদ
2020-11-17 16:06:54

নভেম্বর ১৭: চীনে বেশ কিছু আন্তঃদেশীয় কোম্পানি ও বিদেশি বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ সম্প্রতি বেইজিংয়ে  বলেছেন, তাঁরা চীনের উত্থাপিত উন্নয়নের নতুন কাঠামো, বিশেষ করে ‘দ্বৈত আবর্তন’ কৌশলের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তাঁরা আশা করেন, তাদের স্ব স্ব প্রতিষ্ঠান কার্যকরভাবে এ কৌশলের অংশ হতে পারবে। তাঁদের মতে, চীনের উচ্চ মানের উন্মুক্তকরণ বিদেশি শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্য আরও বেশি উন্নয়নের সুযোগ বয়ে আনবে।

চীন দেশের অভ্যন্তরীণ আবর্তনকে কেন্দ্র করে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—এই ‘দ্বৈত আবর্তন’-এর ভিত্তিতে উন্নয়নের নতুন কাঠামো নির্মাণকে দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে। চীনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের চেয়ারপার্সন স্টিভেন লিনচ সম্প্রতি বিশ্বায়ন থিংকট্যাংক আয়োজিত ‘ষষ্ঠ চীন ও বিশ্বায়ন ফোরামে’ বলেন, ব্রিটিশ শিল্প-প্রতিষ্ঠানগুলো চীনের উন্নয়ন নিয়ে খুব আশাবাদী। ‘দ্বৈত আবর্তন’ কৌশল উন্নয়নের শ্রেষ্ঠ সুযোগ সৃষ্টি করবে। তিনি বিশ্বাস করেন চীন ভবিষ্যতে আরও উন্মুক্ত হবে। তিনি বলেন,

“‘দ্বৈত আবর্তন’ কৌশলের ভিত্তিতে উন্নয়নের নতুন কাঠামো খুব ভালো একটি সুযোগ। এটি ভবিষ্যতে বিশ্বের সরবরাহ চেইনে বিদ্যমান সমস্যা সমাধান করতে পারবে। অনেক সরবরাহ চেইন এরই মধ্যে স্থানীয়করণ হয়েছে। করোনাভাইরাসের মহামারির কারণে কিছু সরবরাহ চেইন আবারও ব্রিটেনে ফিরে গেছে। আমরা অনেক ব্রিটিশ শিল্প-প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়েছি। তারা চীন থেকে সরে যাবে না। তারা চীনে আরও ভালো উন্নয়ন চায়। ব্রিটিশ শিল্প-প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, আমরা সত্যি আশা করি চীনে আরও সংস্কার হবে, আরও উন্মুক্তকরণ হবে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে।”

চীনে সুইজারল্যান্ডের সুইসচেম্বের চেয়ারম্যান মার্টিন মুয়েল্লার বলেন, ‘দ্বৈত আবর্তন’ হল অর্থনৈতিক উন্নয়নে চীনের সক্রিয় ব্যবস্থা। এমন ব্যবস্থায় চীনের অভ্যন্তরীণ উত্পাদন বাড়বে, ভোগও বাড়বে। তিনি বলেন,

“দেশের ‘অভ্যন্তরীণ আবর্তন’ মানে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করা, উত্পাদন বাড়ানো, ও অভ্যন্তরীণ ভোগকে আরও টেকসইভাবে বাড়ানো। ‘অভ্যন্তরীণ আবর্তন’ ত্বরান্বিত করতে সময় লাগে। আমাদের উচিত চীনের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আন্তর্জাতিক অর্থনীতির আবর্তনকে নিশ্চিত করা। বাইরের আবর্তনের সঙ্গে সমন্বিত হলে দেশের অভ্যন্তরীণ আবর্তন আরো ভালো হবে। বাণিজ্য ও শিল্প ক্ষেত্রের সহযোগিতা চীনে খুব গুরুত্বপূর্ণ।”

ভবিষ্যতে চীন আরও উচ্চ মানের উন্মুক্তকরণ বাস্তবায়ন করবে, সহযোগিতা করে সবার জন্য জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের কোয়ালকম কোম্পানির আইনবিষয়ক উচ্চপদস্থ ভাইস চেয়ারম্যান চাও বিন মনে করেন, ‘দ্বৈত আবর্তন’ ভিত্তিক উন্নয়নের কাঠামো দেশ-বিদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য আরো ভালো এবং আরো বড় উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন,

“আমাদের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, কোয়ালকমসহ আন্তঃদেশীয় কোম্পানিগুলো ঠিক চীনের নতুন ‘দ্বৈত আবর্তন’ কাঠামো বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বিদেশি শিল্প-প্রতিষ্ঠান এবং চীনের শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা শুধুই অভ্যন্তরীণ শিল্প-প্রতিষ্ঠানের জন্য দেশের বাজারকে সম্প্রসারণে সাহায্য করতে পারে তা নয়, বরং তাদেরকে বিদেশের উন্নয়নের সুযোগ খোঁজার ব্যাপারেও সাহায্য করতে পারে।”

দাইমলার গ্রুপের গ্রেট চায়না এলাকার নির্বাহী ভাইস চেয়ারম্যান লেং ইয়ান জানান, চীনের বাজার দাইমলার গ্রুপের জন্য খুব গুরুত্বপূর্ণ। ২০১৫ সাল থেকে চীনের বাজার হল দাইমলারের বৃহত্তম বাজার। গত বছর গ্রেট চায়না এলাকায় দাইমলার বিক্রি করেছে ৬.৭ লাখ গাড়ি, যা গ্রুপের দ্বিতীয় বৃহত্তম ও তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে বিক্রির মোট পরিমাণের সমান। গ্রুপটি আশা করে, ভবিষ্যতে ‘দ্বৈত আবর্তন’ কৌশল উচ্চ মানের উন্মুক্তকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখবে।

তাতা গ্রুপের চীনা অংশের চেয়ারম্যান চান হুং ইয়ু বলেন, চীনের বাজারের সুবিধা এবং অর্থ ও মানবসম্পদসহ বিভিন্ন উপাদান আন্তঃদেশীয় কোম্পানির জন্য খুব আকর্ষণীয়। তিনি বলেন,

“‘দ্বৈত আবর্তন’ খুব বুদ্ধিমান একটি সিদ্ধান্ত। আমাদের উচিত বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করা, শিল্পের উন্নয়নের দিক সঠিকভাবে যাচাই ও বাছাই করা।” (শুয়েই/আলিম/লিলি)