৩৭তম আসিয়ান শীর্ষসম্মেলন সমাপ্ত
2020-11-16 10:55:24

৩৭তম আসিয়ান শীর্ষসম্মেলন সমাপ্ত

নভেম্বর ১৬: ৩৭তম আসিয়ান শীর্ষসম্মেলন এবং পূর্ব এশিয়ার সহযোগিতাবিষয়ক নেতৃবৃন্দের ধারাবাহিক সম্মেলন গতকাল (রোববার) শেষ হয়।

সম্মেলন চলাকালে আসিয়ানভুক্ত বিভিন্ন দেশ এবং তাদের অংশীদাররা মহামারী মোকাবিলা, মহামারীর পর অর্থনীতির পুনরুদ্ধার, আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের চুক্তি (আরসিইপি) স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছায়।

আসিয়ানের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন সুয়ান ফুক সমাপনী অনুষ্ঠানে বলেন, ২০২০ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এ প্রেক্ষাপটে এবারের সম্মেলনে নভেল করোনাভাইরাস মহামারী মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার করার কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। মহামারীর ছায়া থেকে বেরিয়ে আসতে এবং সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জন করতে, ‘আসিয়ানের সার্বিক পুনরুদ্ধার পরিকল্পনা’ সম্মেলনে গৃহীত হয়। (লিলি/আলিম/শুয়ে)