সহজ চীনা ভাষা: লণ্ঠন
2020-11-15 19:46:16

বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল- চীনের বিখ্যাত প্রবন্ধলেখক ও শিক্ষাবিদ উ পো সিয়াওয়ের একটি রচনা। গোটা জীবনে তিনি দুই শতাধিক গদ্য লিখেছেন। তাঁর লেখাগুলো আধুনিক চীনা সাহিত্য মহলে গভীর প্রভাব ফেলেছে। গদ্য রচনার পাশাপাশি চীনের শিক্ষা উন্নয়নেও তিনি অনেক অবদান রেখেছেন। উ পো সিয়াও’র গদ্যগুলোতে ইতিবাচক মনোভাব ও জীবন সম্পর্কে ইতিবাচক ধারণার জন্য ব্যাপক পরিচিত। তিনি সাধারণ জীবনের ছোটখাটো বিষয়ের মাধ্যমে গভীর অর্থ, আবেগ, বাস্তব সমস্যা ও জীবনদর্শন প্রতিফলিত করেছেন। এই পাঠে লেখক নিজের জীবনে লণ্ঠন-সংক্রান্ত সাধারণ কিন্তু স্মরণীয় ব্যাপারগুলো লিখেছেন। এতে লেখকের শৈশবের অভিজ্ঞতা, জন্মস্থানের রীতিনীতি, শিশুর কল্পনা ও প্রাণশক্তি, ইতিহাস সম্পর্কে চিন্তাভাবনা এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতিফলিত হয়েছে। লণ্ঠন শুধু তাঁর স্মরণীয় স্মৃতিই নয়, বরং দেশ-জাতির সংস্কৃতি ও ইতিহাসের স্বাক্ষর বহন করে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

灯 dēng লাইট/বাতি  灯笼 dēng lóng  লণ্ঠন  开灯 kāi dēng বাতি জ্বালানো

点燃diǎn rán জ্বালানো  点火diǎn huǒ আগুন জ্বালানো  点蜡烛diǎn là zhú মোমবাতি জ্বলানো  点燃烟花diǎn rán yān huā আতশবাজি জ্বালানো

照亮 zhào liàng আলোকিত করা照亮黑暗 zhào liàng hēi àn অন্ধকার আলোকিত করা 照亮道路 zhào liàng dào lù রাস্তা আলোকিত করা

悬挂/挂 xuán guà/ guà ঝোলানো 挂灯笼guà dēng lóng লণ্ঠন ঝোলানো 挂衣服guà yī fú কাপড় ঝোলানো