২৩তম আসিয়ান ও চীন-জাপান-দক্ষিণ কোরিয়া নেতাদের সম্মেলন অনুষ্ঠিত
2020-11-15 16:00:05

২৩তম আসিয়ান ও চীন-জাপান-দক্ষিণ কোরিয়া নেতাদের সম্মেলন অনুষ্ঠিত

 

নভেম্বর ১৫: ২৩তম আসিয়ান ও চীন জাপান দক্ষিণ কোরিয়া (১০+৩) নেতাদের সম্মেলন গতকাল (শনিবার) অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পক্ষ অনুষ্ঠানিকভাবে আঞ্চলিক সার্বিক আর্থিক অংশীদারিত্ব বা আরসিইপি চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে।

১০+৩ সহযোগিতা নিয়ে লি খ্য ছিয়াং ৫টি প্রস্তাব উত্থাপন করেছেন। এ প্রস্তাবগুলো হলো: অব্যাহতভাবে মহামারি প্রতিরোধে সহযোগিতা জোরদার করে, জনস্বাস্থ্য পরিচালনা দক্ষতা উন্নত করা। অবাধবাণিজ্য জোরদার করে পূর্ব এশিয়ার সমন্বিত উন্নয়ন গভীরতর করা। আঞ্চলিক শিল্প ও সরবরাহ চেইন প্রতিষ্ঠা করে পূর্ব এশিয়ার শিল্পের প্রতিযোগিতাশক্তি উন্নত করা। ডিজিটাল অর্থনীতি উন্নয়নের সুযোগে নব্যতাপ্রবর্তন বাড়ানো। সমাজ ও গণ-জীবিকায় গুরুত্ব দেওয়া এবং  পূর্ব এশিয়ার টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা।

লি খ্য ছিয়াং আরো বলেন, চীন আশা করে বিভিন্ন পক্ষের সঙ্গে টিকা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে ১০+৩ জরুরি জনস্বাস্থ্য মোকাবিলা ব্যবস্থা চালু করবে। তা ছাড়া, চীন নিজের দারিদ্র্যবিমোচনের পাশাপাশি পূর্ব এশিয়ায় দারিদ্র্যবিমোচনে সহযোগিতা করবে।

সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা আশা করেন, এবারের সম্মেলনের মাধ্যমে মতৈক্য বাড়াবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার হবে।  (তুহিনা/তৌহিদ/ছাই)