ইয়াংচৌ পরিদর্শনে প্রাকৃতিক পরিবেশগত সভ্যতার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং
2020-11-14 18:54:52

ইয়াংচৌ পরিদর্শনে প্রাকৃতিক পরিবেশগত সভ্যতার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং

নভেম্বর ১৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং গতকাল (শুক্রবার) চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহর পরিদর্শন করেছেন। তিনি প্রাকৃতিক পরিবেশ-সংক্রান্ত সাংস্কৃতিক পার্ক, চিয়াংদু জল সংরক্ষণ প্রকল্প ঘুরে দেখেছেন। গ্র্যান্ড ক্যানাল বা মহাখাল বরাবর পরিবেশগত উন্নয়ন ও সাংস্কৃতিক সুরক্ষা, উত্তরাধিকার ও ব্যবহার, দক্ষিণ চীনের পানি উত্তর চীনে নেওয়ার প্রকল্পে পূর্ব রুটের পরিকল্পনা ও নির্মাণ এবং চিয়াংতু জল-নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালনার খোঁজ খবর নিয়েছেন তিনি। প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক পরিবেশগত সভ্যতা উন্নত করতে হবে, এটি জনগণের সুখী জীবনের সঙ্গে সরাসরি জড়িত।

 

বছরে প্রায় ৯০০ কোটি ঘনমিটার পানি উত্তর চীন থেকে দক্ষিণ চীনে নেওয়া হয়। চিয়াংতু জল সংরক্ষণ প্রকল্পটি এর গুরুত্বপূর্ণ অংশ। এটি বর্তমানে চীনের বৃহত্তম বৈদ্যুতিক সেচ প্রকল্প। প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, এ প্রকল্প দেশের বড় ব্যাপার। এতে অনেক গুরুত্ব দেয় চীন সরকার। সুতরাং, বৈজ্ঞানিক বণ্টন খুবই জরুরি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)