পুতোং উন্নয়ন ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি’র ভাষণ
2020-11-12 18:15:33

পুতোং উন্নয়ন ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি’র ভাষণ

নভেম্বর ১২: চীনের শাংহাইয়ের পুতোং উন্নয়ন ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সকালে শাংহাই বিশ্ব মেলার সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং অনুষ্ঠানে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে সি চিন পিং বলেন, সুযোগ কাজে লাগিয়ে সার্বিকভাবে সিপিসি’র ১৯তম জাতীয় কংগ্রেস এবং ১৯তম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ করে, উন্নয়নের নতুন চিন্তা-ধারায় অবিচল থাকা, স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জনের সুরে অটুট থাকা এবং আরো ভালোভাবে বিশ্বের কাছে চীনের চিন্তাধারা, চেতনা ও পথ তুলে ধরা উচিত।

তিনি আরও বলেন, ৩০ বছর আগে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি তখনকার দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে, সংস্কার ও উন্নয়নের পরিস্থিতি অনুযায়ী, শাংহাই পুতোং উন্নয়ন ও উন্মুক্তকরণের সিদ্ধান্ত নেয়। এতে চীনের সংস্কার ও উন্মুক্ততা গভীরে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন অধ্যায় উন্মোচিত হয়। নতুন যুগে প্রবেশের পর সিপিসি’র কেন্দ্রীয় কমিটি পুতোংয়ের উন্নয়ন ও উন্মুক্ততার ক্ষেত্রে আরও নির্দিষ্ট চাহিদা উত্থাপন করে। এর মধ্য দিয়ে পুতোংয়ের উন্নয়নে নতুন পর্যায় দেখা যাচ্ছে।

সি চিন পিং আরও বলেন, আগামী বছর হবে সিপিসি’র প্রতিষ্ঠার শততম বার্ষিকী। শাংহাই হচ্ছে সিপিসি’র জন্মস্থান। সিপিসি’র সদস্যদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে নতুন যুগের নতুন বিস্ময় সৃষ্টি করা উচিত। (লিলি/আলিম/জিনিয়া)