চীনের উন্নয়ন বৈশ্বিক উন্নয়নের জন্যও সুযোগ সৃষ্টি করছে: সিআরআই সম্পাদকীয়
2020-11-08 18:27:18

চীনের উন্নয়ন বৈশ্বিক উন্নয়নের জন্যও সুযোগ সৃষ্টি করছে: সিআরআই সম্পাদকীয়

নভেম্বর ৮: গতকাল (শনিবার) সন্ধ্যায় চায়না মিডিয়া গ্রুপের সিসিটিভি, তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা চলাকালে, অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য বিক্রির লাইভ অনুষ্ঠান আয়োজন করে। তিন ঘন্টার লাইভ অনুষ্ঠানে বিক্রি হয়েছে ৩৮ লাখ ইউয়ানের আইসক্রিম, ৪০ লাখ ইউয়ানের পারফিউম, ৩২ লাখ ইউয়ানের ইলেক্ট্রিক টুথব্রাশ।

জানা গেছে, আমদানি মেলা চলাকালে শুধু সিসিটিভির অনলাইনে বিক্রির লাইভ অনুষ্ঠানে মোট ১৪ কোটি ইউয়ান মূল্যের বিভিন্ন দেশের পণ্য বিক্রি হয়েছে। বিভিন্ন দেশের কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠান এ কার্যক্রমের সাফল্যকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যায়িত করেছে।  

আসলে অনলাইনে পণ্য বিক্রির লাইভ অনুষ্ঠান এখন  তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার অংশে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে লোকজন ঘরে বসে মেলা পরিদর্শন করতে পারছেন। বস্তুত, অভ্যন্তরীণ ভোগ অনেক বছর ধরেই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রথম চালিকাশক্তি। ২০১৯ সালে ভোগ ছিল চীনের জিডিপির ৫৭.৮ শতাংশ। ভবিষ্যতে ভোগের আপডেট, নতুন ধরনের ভোগ কাঠামো দেখা যাবে। চীনের ভোগের সুপ্তশক্তি আরো বেড়ে যাবে, শ্রেষ্ঠ মানের পণ্যের চাহিদা চীনা বাজারে আরও বাড়বে।  

চীনের সর্বোচ্চ নেতার অনুমান অনুযায়ী, আগামী দশ বছরে চীনে আমদানির মোট মূল্য ২২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। ১৪০ কোটি জনসংখ্যা, ৪০ কোটি মধ্যবিত্ত শ্রেণির মানুষ, চীনের বড় বাজার আমদানি মেলায় অংশগ্রহণকারীদের আকর্ষণ করছে। এটা শুধু চীনের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে, তা নয়; বরং বিশ্বের জন্য আরো বেশি উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। (শুয়েই/আলিম/জিনিয়া)