অসাধারণ বর্ষ, চীনা বাজারের অসাধারণ আকর্ষণ: সিআরআই সম্পাদকীয়
2020-11-04 19:06:57

নভেম্বর ৪: ‘যত কঠিন হোক, শাংহাইয়ে তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় যাবো’। এ-কথা বলেছেন, নিউজিল্যান্ডের দুধ প্রস্তুতকারক কোম্পানি দি-ল্যান্ডের বৈশ্বিক গবেষণা ব্যবস্থাপক রয়। তিনি চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণকারী বিদেশিদের মনের কথা বলেছেন।

 

আজ (বুধবার) সন্ধ্যায় তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার পর চীনের আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক সম্মেলন এটি। এর মাধ্যমে চীনের কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ করার পাশাপাশি বর্তমান কঠিন অবস্থায় বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

গত তিন বছরে বিশ্বের একমাত্র আমদানি কেন্দ্রিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে  এ মেলা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। মেলায় প্রদর্শনীর আয়তন ৩০ হাজার বর্গমিটার বেড়েছে। বিশ্বের শীর্ষ ৫০০টি প্রতিষ্ঠান ও নানা ক্ষেত্রের নেতৃস্থানীয় উদ্যোক্তার প্যাভিলিয়নের আয়তন গতবারের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এবারের মেলা অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পণ্য বিক্রি করার ব্যবস্থা নিয়েছে। এর মাধ্যমে ভোক্তারা অনলাইনে মেলায় অংশ নিতে পারছেন এবং বিশ্বের নানা দেশের শ্রেষ্ঠ পণ্য কিনতে পারছেন।

 

১৪০ কোটি মানুষের এ বাজার নানা বিদেশি প্রতিষ্ঠান আকর্ষণ করেছে। গত তিন প্রান্তিকে চীনের মুলভূভাগে ল'রিয়াল গ্রুপের বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেড়েছে। জার্মান ভক্সওয়াগেন গ্রুপের গাড়ি বিক্রির পরিমাণ গত দ্বিতীয় প্রান্তিক থেকে বেড়েছে এবং তৃতীয় প্রান্তিকে বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। চীনে অর্থনৈতিক বলিষ্ঠতা দেখা গেছে। চীনের ভোগ বাজার পুনরুদ্ধার ও বৃদ্ধির সম্ভাবনার আলোকে অনেক বিদেশি প্রতিষ্ঠান চীনে তাদের কার্যক্রম বাড়িয়েছে।

 

(রুবি/তৌহিদ/শিশির)