v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন-অষ্ট্রেলিয়া যুক্ত বিবৃতি প্রকাশ
2009-10-31 18:37:42
    ৩০ অক্টোবর চীন ও অষ্ট্রেলিয়া একটি যুক্ত বিবৃতি প্রকাশ করেছে । বিবৃতিতে দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সংলাপ ও যোগাযোগ বজায় রাখা , বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক শ্রদ্ধা , সমতা ও কল্যাণের ভিত্তিতে দু'দেশের সহযোগিতামূলক সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশকে তরান্বিত করার কথা উল্লেখ করা হয়েছে ।

    বিবৃতিতে তাইওয়ান সমস্যায় অষ্ট্রেলিয়ার এক চীনের নীতি পুনরায় জোরের সঙ্গে উল্লেখ করা হয়েছে এবং তিব্বত ও সিনচিয়াং সমস্যায় চীনের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা স্বীকৃতি দেয়ার কথা আরেকবার বলা হয়েছে ।

    দু'পক্ষ একমত হয়েছে যে ,দুটি দেশ অব্যাহতভাবে জাতিসংঘ , জি-২০ , এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা , আসিয়ার শীর্ষ সম্মেলন , প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ফোরামসহ নানা বহুপাক্ষিক সংস্থায় বিনিময় ও সমন্বয় জোরদার করে আর্থিক সংকট মোকাবিলা , জলবায়ু পরিবর্তন , সংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিত্সা , মারনাস্ত্রের বিস্তার রোধ আর আন্তদেশীয় অপরাধের ওপর আঘাত হানা ক্ষেত্রে মতবিনিময় ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে ।

তা ছাড়া বিবৃতিতে ২০১০ ও ২০১১সালে চীনের অষ্ট্রেলিয়ার সাংস্কৃতিক বর্ষ আর ২০১১ ও ২০১২ সালে অষ্ট্রেলিয়ায় চীনা সাংস্কৃতিক বর্ষের কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China