v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন লাসার ১৪ মার্চ ঘটনা সম্পর্কিত ই ইউর বিবৃতির তীব্র বিরোধিতা করে
2009-10-31 18:34:40
    ২৯ অক্টোবর ই ইউর চেয়ারম্যান দেশ সুইডেন ই ইউর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে । বিবৃতিতে সম্প্রতি চীনে তিব্বতের লাসা শহরের ১৪ই মার্চের ঘটনায় দু'জন দুষ্কৃতকারীদের মৃত্যু দন্ড কার্যকরের নিন্দা করা হয়েছে এবং চীনের কাছে মৃত্যু দন্ড বাতিল করার দাবী জানানো হয়েছে । ৩০ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা চাও শুই সাংবাদিকের একটি প্রশ্নের উত্তর দেয়ার সময় ই ইউর এ বিবৃতির জন্য তীব্র অসন্তোষ ও বিরোধিতা ব্যক্ত করেছেন ।

    তিনি বলেন , লাসা শহরের ১৪ই মার্চের ঘটনা ছিল দালাই গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত একটি গুরুতর অপরাধমূলক ঘটনা । সেই ঘটনায় দেশবিদেশের বিচ্ছিন্নতাবাদীদের মারধর , ভাংচুর , লুটপাত ও অগ্নিসংযোগে অনেকের হতাহত হয়েছে । চীনের আইন বিভাগ আইন অনুসারে অপরাধীদের বিচার করে প্রধান অপরাধীদের মৃত্যুদন্ডে দন্ডিত করেছে । এটা চীনের অভ্যন্তরীন ব্যাপার ,এতে হস্তক্ষেপ করার কোনো অধিকার বিদেশের নেই । তিনি ই ইউকে সমতা ও পারস্পরিক শ্রদ্ধা নিবেদনের নীতি অনুসারে তিব্বতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল ইংগিত না দিয়ে চীন ও ই ইউর সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China