v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইরাকের রাজধানী বাগদাদে তিনটি ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা
2009-10-26 13:52:42
প্রিয় বন্ধুরা, কিছু দিন অপেক্ষাকৃত শান্ত থাকার পর গতকাল রোববার ইরাকের নিরাপত্তা পরিস্থিতি রাতারাতি পরিবর্তিত হয়েছে। ২৫ অক্টোবর বাগদাদ শহরে প্রাদেশিক সরকারের ভবন, মোসুল হোটেল ও ইরাকের বিচার মন্ত্রণালয় ভবনে ধারাবাহিক আত্মঘাতী গড়িবোমা হামলা হয়েছে। এ তিনটি ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত ও প্রায় ৬০০ জন আহত হয়েছে। এবারের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা আরেক বার ইরাকের নিরাপত্তার জন্য সতর্ক সঙ্কেত দিয়েছে। স্থানীয় সময় ২৫ অক্টোবর সকালে বাগদাদ প্রাদেশিক সরকারের ভবন ও মোসুল হোটেলে সামনে প্রথমে আত্মঘাতী গাড়ীবোমা হামলা হয়েছে। আশেপাশের বেশ কয়েকটি গাড়ি এতে বিধ্বস্ত হয়েছে। দশ মিনিট পর , আরেকটি বিকট শব্দ শোনা যায়। একই রাস্তায় অবস্থিত ইরাকের বিচার মন্ত্রণালয় ভবনও আত্মঘাতী গাড়িবোমা হামলার শিকার হয়। নিহত ব্যক্তিদের পোড়া মাংস ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় কর্মকর্তারা ঘটনাস্থালের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেন। এ ছাড়া ভবন ও রাস্তার নিচে অবস্থিত পানির পাইপ ধ্বংস হয়। এতে রাস্তা পানিতে তলিয়ে যায়। দমকল ও আ্যম্বুলেন্সের কর্মীরা ধ্বংসস্তুপ থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। এএফপির সাংবাদিক জানিয়েছেন যে, গাড়িতে করে হামলা চালানো হয়। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, মোসুল হোটেলে চীনা দূতাবাস ও সিনহুয়া বার্তা সংস্থার অফিস বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসের সমস্ত দরজা ও জানালা বিধ্বস্ত হয়েছে। অনেক ঘরের ছাদ ধসে পড়েছে। তা ছাড়া, মোসুল হোটেলে কর্মরত দু’জন বাবুর্চি বিস্ফোরণে আহত হয়েছেন। ২৬ অক্টোবর ভোর পযর্ন্ত কোনো সংস্থা বা ব্যক্তি এ ধারাবাহিক বোমা হামলার স্বীকার করে নি।কিন্তু ইরাকের প্রধান মন্ত্রীর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, একই দল এবারের বোমা হামলা ও গত আগস্ট মাসের ১৯ তারিখে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া নস্যাত এবং আগামী জানুয়ারী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে বাধা সৃষ্টি করাই হামলাকারীদের লক্ষ্য। বিস্ফোরণের অল্প সময় পর ইরাকের প্রধান মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের হামলার উদ্দেশ্য ব্যাপক নিরপরাধ মানুষকে হত্যা করা । ইরাকের জনগণ সন্ত্রাসী ও সাদ্দাম প্রশাসনের অবশিষ্টাংশের বিরুদ্ধে তীব্র সংগ্রাম চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, সন্ত্রাসী হামলার কারণে ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া ও আগামী বছরের পার্লামেন্ট নির্বাচনের কোন পরিবর্তন হবে না। জাতিসংঘ মহা সচিব বান কি মুন তাঁর মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতিতে বাগদাদের আত্মঘাতী গাড়িবোমা হালমার তীব্র নিন্দা করেছেন। তিনি ইরাকের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বছরের জানুয়ারী মাসের পার্লামেন্ট নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। একই দিন আরব লীগের প্রকাশিত এক বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা করা হয়েছে। ইইউর পালাক্রমিক চেয়ারম্যান দেশ সুইডেনের প্রকাশিত এক বিবৃতিতে ইইউর পক্ষ থেকে এই আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের তীব্র নিন্দা করা হয়েছে। ইরাকে মার্কিন রাষ্ট্রদূত শিল ও ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ওডিয়ের এক যৌথ বিবৃতিতে বাগদাদে সংঘটিত ধারাবাহিক বোমা হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এবারের ভয়াবহ বোমা হামলা ইরাকের নিরাপত্তার জন্য সতিকার সর্তক সঙ্কেত দিয়েছে। গত ৩০ জুন থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী মার্কিন সেনাবাহিনীর হাত থেকে নিরাপত্তার নিয়ন্ত্রণ ভার গ্রহণের পর থেকে ইরাকের বিভিন্ন জায়গায় সময় সময় বোমা হামলার ঘটনা ঘটে। জনমত অনুযায়ী, ইরাকের নিরাপত্তা পরিস্তিতি এখন থমথমে অবস্থা।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China