v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় চীনের জাতীয় গণ কংগ্রেসের ইতিবাচক কার্যকলাপঃ ওয়াং কুয়াং থাও
2009-10-25 17:36:30

চীনের জাতীয় গণ কংগ্রেসের পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির মহাপরিচালক ওয়াং কুয়াং থাও ২৪ অক্টোবর ডেনমার্কের রাজধানী কোপনহেগেনে বলেছেন, জলবায়ূ পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে চীনের জাতীয় গণ কংগ্রেস ইতিবাচক কার্যকলাপ চালিয়ে আইন প্রণয়নকারীর দায়িত্ব পালন করছে। খবর সিন হুয়া বার্তা সংস্থার।

এদিন সারা বিশ্বের আটটি শিল্পোন্নত দেশ এবং চীন ও ভারতসহ পাঁচটি বৃহত্তম উন্নয়নশীল দেশের ১২০জনেরও বেশি প্রতিনিধি কোপনহেগেনে অনুষ্ঠিত এক সম্মেলনে জলবায়ূ পরিবর্তন মোকাবিলা সম্পর্কে বিভিন্ন দেশের আইন প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেছেন। চীনের প্রতিনিধি দলের নেতা ওয়াং কুয়াং থাও তাঁর ভাষণে জলবায়ূ পরিবর্তন ক্ষেত্রে চীনের জাতীয় গণ কংগ্রেসের আইন প্রণয়ন এবং আইন প্রণয়ন তত্ত্বাবধানসহ বিভিন্ন বিষয় অবহিত করেছেন।

ওয়াং কুয়াং থাও বলেন, সম্প্রতি চীনের জাতীয় গণ কংগ্রেসে জলবায়ূ পরিবর্তন মোকাবিলার প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার প্রচুর ছোট্ট আকারের দূষিত শিল্পপ্রতিষ্ঠান বিশেষ করে প্রচুর ছোট্ট আকারের তাপ-বিদ্যুত্ কারখানা বন্ধ করে দিয়েছে।–ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China