v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রথম বিশ্ব তরুণ পৃথিবী বিজ্ঞানীদের সম্মেলন পেইচিংয়ে শুরু
2009-10-25 17:36:30

প্রথম বিশ্ব তরুণ পৃথিবী বিজ্ঞানীদের সম্মেলন ২৫ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে। ৪০টি দেশ ও অঞ্চলের ৩ শ'রও বেশি তরুণ প্রতিনিধি আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন। খবর সিন হুয়া বার্তা সংস্থার।

৪দিনব্যাপী এ সম্মেলনে মৌখিক রিপোর্ট ও গোল-টেবিল আলোচনা সভাসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক ধরণী বর্ষের ১০টি প্রধান বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে ভূতাত্ত্বিক দুর্যোগ, পৃথিবী ও স্বাস্থ্য , জলবায়ূ, জ্বালানি সম্পদ, নিরেট খনিজ সম্পদ, বড় শহর, গভীর পৃথিবী, মহাসাগর, জমি , পৃথিবী এবং প্রাণসহ বিভিন্ন বিষয়।–ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China