চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৪ অক্টোবর থাইল্যান্ডের হুয়াহিনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দু'দেশের সরকার প্রধানরা একমত হয়েছেন যে, চীন ও ভারতের শান্তি ও সমৃদ্ধির কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক দৃঢ়ভাবে ত্বরান্বিত করবে। যাতে অভিন্ন ও সম্প্রীতিময় উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
ওয়েন চিয়া পাও বলেন, ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান বজায় রাখা, পারস্পরিক আস্থা জোরদার , সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, আন্তর্জাতিক আর্থিক সংকট এবং জলবায়ূ পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ সমস্যার মোকাবিলায় সমন্বয় করতে চীন আগ্রহী।
মনমোহন সিং বলেন, ভারত চীনকে হুমকি হিসেবে দেখবে না। চীনের সঙ্গে সম্প্রীতিময়, স্থিতিশীল ও প্রবল কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করবে বলে ভারত আশা করে। --ওয়াং হাইমান |