v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এ বছর যুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংকের সংখ্যা একশ' ছাড়িয়েছে
2009-10-24 21:04:41

২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের আর্থিক তত্ত্বাবধায়ক সংস্থা ৬টি ব্যাংক বন্ধ করে দেয়ার পর থেকে এ পর্যন্ত এ বছর যুক্তরাষ্ট্রের দেউলে ব্যাংকের সংখ্যা একশ' ছাড়িয়ে ১০৫তে দাঁড়িয়েছে । এটা ছিল গত ২০ বছরে সর্বোচ্চ রেকর্ড ।

এ ৬টি ব্যাংক হল পার্টনার ব্যাংক, হিলক্রেস্ট ব্যাংক, ফ্ল্যাগশিপ ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অব এলম্যুড, রিভারভিউ কমিউনিটি ব্যাংক এবং আমেরিকান ইউনাইটিড ব্যাংক ।

ফেডারেল ডিপজিট ইন্শুরেন্স কোর্পরোশনের মুখপাত্র আন্দরিউ গ্রি বলেছেন , এ কোম্পানির বর্তমানের প্রথম প্রধান কাজ হল ব্যাংকের ওপর জনসাধারনের আস্থা বজায় রাখ । কিছু লক্ষণ থেকে প্রমাণিত হচ্ছে যে , গত বছর থেকে এ পর্যন্ত জনসাধারণের মজুদের ওপর কোম্পানি রক্ষার ব্যবস্থা নিয়েছে বলে আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার হয়েছে । কিন্তু পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন , জনসাধারণের আস্থা ব্যাংকের দেউলিয়াপনাকে স্থগিত রাখতে সক্ষম নয় । আইনগত দিক থেকে বলতে গেলে সিদ্ধান্ত নেয়া অংগরাজ্য বা ফেডারেল সংস্থার দায়িত্ব । বিশেষজ্ঞরা মনে করেন , এবারের আর্থিক সংকটে বড় ব্যাংকগুলোর চেয়ে যুক্তরাষ্ট্রের মাঝারি ও ছোটব্যাংকগুলোর ক্ষতি বেশি । তাই দেউলিয়াপ্রায় ছোট আকারের ব্যাংকগুলোকে বন্ধ করে দেয়া উচিত ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China