v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে উত্তর কোরিয়ার অভিযোগ
2009-10-24 21:04:41
উত্তর কোরিয়ার রোতোং সিনমুন পত্রিকার ২৪ অক্টোবরের একটি ভাষ্যে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে গোলা বারুদের গন্ধ ভরপুর। তার উদ্দেশ্য হল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে বাধা দেয়া।

ভাষ্যে বলা হয়েছে, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নত করার জন্য ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে এবং নিরলস প্রচেষ্টা চালিয়েছে। এ কারণে কোরীয় উপদ্বীপের পরিস্থিতিতে প্রশমনের প্রবণতা দেয়া দিয়েছে। যা দক্ষিণ ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ ব্যাপকভাবে উত্তর কোরিয়ার হুমকীর কথা সম্প্রচার করেছে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কাছে নিবৃত্তিমূলক শক্তি যোগানো ঘোষণা করেছে। এ প্ররোচনামূলক তত্পরতা থেকে স্পষ্টই যে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অস্ত্রশস্ত্র নিয়োগের মাধ্যমে উত্তর কোরিয়াকে গলা টিপে হত্যার অপচেষ্টা চালাচ্ছে।

ভাষ্যটিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে উত্তেজনাময় পরিস্থিতি এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অবনতি দেখতে চায় না। দক্ষিন কোরিয়ার কর্তৃপক্ষের উচিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নত করার জন্য উত্তর কোরিয়ার প্রচেষ্টাতে সাড়া দেয়া এবং সামরিক প্ররোচনামূলক তত্পরতা বন্ধ করা।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China