v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন আশা করে আসিয়ানের নেতৃবৃন্দের সম্মেলনে বাস্তব ফল অর্জন করা হবে
2009-10-23 18:57:35
    আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ—থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আভিজিত ভেজ্জাজিভার আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আসিয়ানের নেতৃবৃন্দের অধিবেশনে অংশ নেয়ার জন্য ২৩ অক্টোবর বিশেষ বিমানে পেইচিং ত্যাগ করেছেন । চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হু চেন ইয়াও বলেছেন , চীন বর্তমান অধিবেশনকে গুরুত্ব দেয় এবং আসিয়ানের সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাওয়া এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে মতবিনিময় করবে ।

    প্রধানমন্ত্রী ওয়ে চিয়া পাও ১২তম চীন-আসিয়ান দেশগুলোর নেতৃবৃন্দের সম্মেলন , ১২তম আসিয়ান এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সম্মেলন এবং চতুর্থ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন । এ সব সম্মেলন পূর্ব এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সক্রিয়ভাবে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার পটভূমিতে অনুষ্ঠিত হয়েছে । চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হু চেন ইয়াও বলেন , চীন অব্যাহতভাবে আসিয়ানের দেশগুলোর সঙ্গে মিলে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলাকে প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করে আঞ্চলিক ও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার তরান্বিত করার চেষ্টা করবে ।  এ সব সম্মেলনে সহযোগিতা বাড়ানো ,বিশ্ব আর্থিক ব্যবস্থা সংস্কার , জলবায়ু পরিবর্তন ও খাদ্যশস্যের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে ।

    জানা গেছে , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলনে চীনের বৈশ্বিক আর্থিক সংকট মোকাবিলার জন্য নেয়া ব্যবস্থা ও ফল ব্যাখ্যা করবেন , এশিয়ার দেশগুলোর সহযোগিতা বাড়ানো সম্পর্কে চীনের অভিমত ও প্রস্তাব বর্ণনা করবেন এবং ১০যোগ এক ও ১০ যোগ তিন কাঠামোতে আর্থ-বাণিজ্য , বিনিয়োগ , অবকাঠামো নির্মাণ , কৃষি , অর্থ ও সংস্কৃতি ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কে প্রস্তাব পেশ করবেন । প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আসিয়ানের একীকরণ বাস্তবায়ন আর আসিয়ানের মধ্যে উন্নয়নের ব্যবধান কমানোর প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন প্রকাশ করবেন । তা ছাড়া প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন ।

    পূর্ব এশিয়ার সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো আর্থিক ক্ষেত্রের সহযোগিতা । ১৯৯৭ সালে এশিয় আর্থিক সংকটের পর পূর্ব এশিয়ার দেশগুলো আঞ্চলিক আর্থিক সহযোগিতা বাড়ানোর জন্য ছিয়াংমাই উদ্যোগ ও এশিয়ার ঋণপত্র বাজারসহ আর্থিক ক্ষেত্রের সহযোগিতা চালিয়েছে এবং ইতিবাচক ফল লাভ করেছে । বর্তমানে ১০ যোগ তিনের ১২০ বিলিয়ন মার্কিন ডলারের আঞ্চলিক বিদেশী মুদ্রা মজুদ ব্যাংক এ বছরের শেষ দিক অথবা আগামী বছরের প্রথম দিকে প্রতিষ্ঠিত হবে । এ ব্যাংকের প্রতিষ্ঠা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ ।

    চীনের অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক চেন সিয়াও সুং বলেন , চীন পূর্ব এশিয়ার আর্থিক সহযোগিতাকে দৃঢভাবে সমর্থন করে । তবে পূর্ব এশিয়া অঞ্চলের আর্থিক সংকট মোকাবিলার সামর্থ্য বাড়ানো এবং কার্যকর ও প্রাণবন্ত আঞ্চলিক আর্থিক বাজার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো প্রচেষ্টা চালাতে হবে । আন্তর্জাতিক আর্থিক সংকটের প্রভাব হলেও এ বছরের প্রথম নয় মাসে চীন ও আসিয়ানের বাণিজ্য পরিমান ১৫০ বিলিয়ন মার্কিন আর বিনিয়োগের পরিমান ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে । চীন ও আসিয়ান পরস্পরের চতুর্থ বাণিজ্যিক অংশীদার । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তকর্তা চান খে নিন বলেন , আগামী বছরের পয়লা জানুয়ারী চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল চালু হবে । এটা চীনের প্রথম অবাধ বাণিজ্য অঞ্চল এবং উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তম অবাধ বাণিজ্য অঞ্চল । গত বছর চীন ও আসিয়ানের বাণিজ্যের পরিমান ছিল ২৩০ বিলিয়ন মার্কিন ডলার । অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পর শুল্ক পদ্ধতি দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে না । দু'পক্ষের অর্থনীতির একীকরণ এক নতুন যুগে প্রবেশ করবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China