ভারত ও বাংলাদেশ শেনজেন প্রথম আন্তর্জাতিক শিল্প মেলায় ইতিবাচক মনোভাব নিয়ে যোগ দিচ্ছে |
এবারের শেনজেন প্রথম আন্তর্জাতিক শিল্প মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য উদ্যোক্তা ইউনিট এবং বিভিন্ন ঠিকাদার ইউনিট যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের ক্রয় ও প্রকল্প সহযোগিতা সংক্রান্ত দায়িত্বশীল সংস্থা---শেনজেন বোয়া প্রদর্শনী লিমিটেড কোম্পানি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী আকর্ষণের কাজে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ কোম্পানি ফলপ্রসূ প্রচারের মাধ্যমে মাত্র ৪০ দিনে দক্ষিণ কোরিয়ার এক শ'রও বেশি বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় যোগ দেয়ার নিশ্চিত করেছে। দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা কেবল বিশেষ পণ্য ও কাঁচামাল এনে দিয়েছে তাই নয়, বরং তারা ৪০০ রকমের হালকা শিল্পজাত দ্রব্য ও সাজ-সরঞ্জাম ক্রয়ের তালিকাও নিয়ে এসেছে। এসব ক্রয়ের পরিমাণ ২ বিলিয়ন ইউয়ান। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
 |
|