v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সংকট মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে
2009-10-22 20:22:18
পেইচিংয়ের দক্ষিণাঞ্চলে অবস্থিত পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল হচ্ছে পেইচিং শহরের একমাত্র জাতীয় অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল। এখানে ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের দু'হাজার ছ'শটিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচ শ' শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৬৬টিই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগের মোট অর্থ ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এখানকার শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পেইচিং এমনকি চীনের অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে আন্তর্জাতিক আর্থিক সংকটে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠানের ওপর বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। শিল্পপ্রতিষ্ঠানের সংকট মোকাবিলার ব্যাপারে সাহায্য দেয়ার জন্য এ উন্নয়ন অঞ্চল বেশ কিছু নীতি প্রণয়ন করেছে।আজকের অনুষ্ঠানে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল সম্পর্কে কিছু কথা বলবো।

আর্থিক সংকট শুরু হবার পর পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল আর্থিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান অঞ্চলে পরিণত হয়েছে। এ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল রপ্তানিমুখী উত্পাদন শিল্প। পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটির উপপরিচালক জাও সিন সিন বলেছেন,

গত বছর থেকে আর্থিক সংকটে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চল আন্তর্জাতিক বাজারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অঞ্চল হিসেবে নেতিবাচক প্রভাবের শিকার হয়। বিশেষ করে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এ নেতিবাচক প্রভাব ছিল খুব স্পষ্ট। এর প্রধান কারণ হল আর্থিক সংকটের পর আন্তর্জাতিক বাজারের চাহিদা আশংকাজনক হারে কমে গেছে। পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের রপ্তানির পরিমাণ হচ্ছে তার প্রধান আয়।

চাও সিন সিন আরো বলেন, ২০০৮ সালের শেষ পর্যন্ত সময়ে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের ২ হাজার ৬০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গুরুতর ও সরাসরি নেতিবাচক প্রভাব পড়া শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দু'শটি। তবে এ অঞ্চলে খুব বেশি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ বা কর্মী ছাঁটাই করার অবস্থায় পড়েনি।

সদর দপ্তর শাংহাইয়ে অবস্থিত চোং সিন কুওচি কোম্পানি হচ্ছে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম দফার বড় শিল্পপ্রতিষ্ঠান। এবারের সংকটে এর উপরেও গুরুতর প্রভাব পড়েছে। তবে এ শিল্পপ্রতিষ্ঠান কোন কর্মী ছাঁটাই করে নি। চোং সিন কুওজি কোম্পানিতে কর্মরত মাদাম সিয়া ইং আমাদের সংবাদদাতাকে বলেছেন,

আমাদের শিল্পপ্রতিষ্ঠান শুরু থেকেই ছাঁটাই না করার নীতি অনুসরণ করেছে। স্থিতিশীল কর্সসংস্থানের পরিবেশ সৃষ্টি করার কারণে উন্নয়ন অঞ্চল আমাদের শিল্পপ্রতিষ্ঠানকে ৮৬ লাখ ইউয়ান ভর্তুকি দিয়েছে। এসব ভর্তুকি আমাদের মনে অনেক আস্থা এনে দিয়েছে।

উন্নয়ন অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য ভর্তুকি দেয়া হচ্ছে উন্নয়ন অঞ্চল শিল্পপ্রতিষ্ঠানে সাহায্য দেয়ার সরাসরি উপায়। তাছাড়া, এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান বিপদ কাটিয়ে ওঠার জন্য পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটি বেশ কিছু ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছে। যেমন সেবা ও পরিচালনার ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করা, তহবিল গড়ে ওঠার পরিবেশ উন্নত করা এবং বরাদ্দ দেয়া ইত্যাদি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটি চীন কৃষি ব্যাংকসহ আটটি ব্যাংকের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী, আটটি ব্যাংক উন্নয়ন অঞ্চলে ১১৫ বিলিয়ন ইউয়ান ক্রেডিট ঋণ দিয়ে প্রধান খাত, বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ, উন্মুক্ত সেবা, পরিবেশ সুরক্ষা এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করবে।

পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটির নানা ধরণের চেষ্টার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো আশাপূর্ণ ও আস্থাবান। চোং সিন কুও জি'র কর্মী সিয়া ইং বলেছেন,

অর্থনৈতিক সংকটের প্রভাবে ক্ষতিগ্রস্ত একটি শিল্পপ্রতিষ্ঠানের শুধু নিজের চেষ্টাই যথেষ্ট নয়। সবসময় এ শিল্পপ্রতিষ্ঠান উদ্বিগ্ন বোধ করে। তবে সরকার সাহায্য করলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে তা খুবই কল্যাণকর।

তিনি আরো বলেন, বর্তমানে চোং সিন কুওজি কোম্পানি সংকটের হাত থেকে নিজেকে ধীরে ধীরে রক্ষা করছে। অর্থনৈতিক সংকটের আগের তুলনায় ৮০ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী বছর শিল্পপ্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা সংকটের আগের পর্যায়ে পুনরুদ্ধার হবে।

পেইচিং অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যা উন্নয়ন অঞ্চলের ভবিষ্যত পরিচালনা কমিটির উপপরিচালক চাও সিন সিন খুব আস্থাবান। তিনি বলেন,

এ পর্যন্ত আমাদের অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের পুনরুদ্ধারের অবস্থা বিদেশের বাজারের চেয়ে অনেক ভালো । এ অঞ্চলের বেশির ভাগ শিল্প খাতের অবস্থার উন্নতি হচ্ছে।

পেইচিং উন্নয়ন অঞ্চলের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে উন্নয়ন অঞ্চলের শিল্পের মোট আয়ের পরিমাণ গত বছরের তুলনায় ১২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুযারী থেকে জুন মাস পর্যন্ত এ উন্নয়ন অঞ্চলের কর আদায়ের পরিমাণ ছিল ৮.২ বিলিয়ন ইউয়ানেরও বেশি।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China