v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও ভারতের মধ্যে আবহাওয়া পরিবর্তনের সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত
2009-10-22 19:42:04
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক শিয়ে চেন হুয়া এবং ভারতের পরিবেশ ও বন শিল্প মন্ত্রী জয়রাম রীমেশ ২১ অক্টোবর নয়াদিল্লীতে চীন ও ভারতের মধ্যে আবহাওয়া পরিবর্তনের সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছেন । এ থেকে বোঝা যায় , আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা এক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে ।

এ দিন আবহাওয়া পরিবর্তনের মোকাবেলা বিষয়ক দু'দেশের এক সেমিনার নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয় । শিয়ে চেন হুয়া মনে করেন , দু'পক্ষের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা যেমন আবহাওয়া রক্ষা তেমনি বিভিন্ন দেশের অবাধ ও যুক্তিযুক্ত উন্নয়নের জন্য অনুকূল হবে ।

এ দিন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দু'দেশের মধ্যে আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে অংশিদারিত্বের সম্পর্ক গড়ে তোলা হবে , উভয় পক্ষের বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে এবং দু'দেশে পালাক্রমিকভাবে বার্ষিক সম্মেলনের আয়োজন করবে। (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China