v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এ বছর চীনের জি ডি পির ৮ শতাংশের বার্ষিক প্রবৃদ্ধি ক্ষেত্রে সমস্যা হবে না
2009-10-22 18:17:59
     ২২অক্টোবর চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক তথ্য থেকে জানা গেছে , এ বছরের প্রথম নয় মাসে চীনের জি ডি পির প্রবৃদ্ধি হার ছিল ৭.৭ শতাংশ । জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লি সিয়াও ছাও বলেন , এটা এ বছরে জি ডি পির ৮ শতাংশের বার্ষিক বৃদ্ধির লক্ষ্য হাসিলের জন্য ভিত্তি স্থাপন করেছে । এ কথা বলা যায় যে এ বছর জি ডি পির বার্ষিক আট শতাংশ প্রবৃদ্ধি বাস্তবায়নের ক্ষেত্রে কোন সমস্যা হবে না । জানা গেছে , এ বছরের প্রথম নয় মাসে চীনের জি ডি পির পরিমান ছিল ২১.৭৮ ট্রিলিয়ন ইউয়ান রেন মিন পি । এটা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৭ শতাংশ বেশি । এ বৃদ্ধি হার এ বছরের প্রথম ছয় মাসের বৃদ্ধি হারের চেয়ে ০.৬ শতাংশ বেশি । জুলাই , আগষ্ট ও সেপ্টেম্বর মাসের জি ডিপির প্রবৃদ্ধি ছিল ৮.৯ শতাংশ। এ দিন অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লি সিয়াও ছাও বলেন , চীনের প্রথম নয় মাসে জি ডি পির ৭.৭ শতাংশের প্রবৃদ্ধি এ বছরের ৮ শতাংশের প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে ভিত্তি স্থাপন করেছে । চীনের অর্থনীতি উন্নয়নের প্রবণতা থেকে আমরা এখন বলতে পারি , এ বছর চীনের জি ডি পির ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে কোন সমস্যা নেই ।

     জাতীয় পরিসংখ্যানের ব্যুরোর তথ্য থেকে জানা গেছে , এ বছরের প্রথম নয় মাসে চীনে স্থাবর পরিসম্পদ খাতে বিনিয়োগের পরিমান ছিল ১৫.৫ ট্রিলিয়ন ইউয়ান রেন মিন পি , এটা গত বছরের একই সময়ের চেয়ে ৩৩.৪ শতাংশ বেশি । পণ্যের খুচরা বিক্রির পরিমান ৯ ট্রিলিয়ন ইউয়ান ছিল , বৃদ্ধির হার ১৫.১ শতাংশ । লি সিয়াও ছাও বলেন , এতে প্রমাণিত হয়েছে যে এ বছরের প্রথম নয় মাসে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর প্রচেষ্টায় প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে । তিনি আরো বলেন , চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । অভ্যন্তরীণ চাহিদা বাড়ার পাশাপাশি গত নয় মাসে বিনিয়োগ বৃদ্ধিও দ্রুত হয়েছে । অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি তরান্বিত করার জন্য এ বছর প্রধানত অর্থনীতির দুর্বল ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হয়েছে । যেমন জলপ্রকল্প , পরিবেশ রক্ষা , গণকল্যাণ ব্যবস্থা , শিক্ষা , স্বাস্থ্য রক্ষা , সামাজিক নিশ্চয়তা ও সমাজকল্যাণ ক্ষেত্রে অর্থবিনিয়োগ গত বছরের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে ।

    নাগরিকদের পণ্য ভোগ ও বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে ভোক্তা মূল্য সুচক সি পি আই দ্রুতভাবে বাড়ে নি এবং নিম্ন পর্যায়েই বজায় রয়েছে । এটা চীনের অর্থনীতির উন্নয়নে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে । জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ বছরের প্রথম নয় মাসে সি পি আই গত বছরের একই সময়ের চেয়ে ১.১ শতাংশ কমেছে । জুলাই মাসের সি পি আই জুন মাসের প্রায় সমান , তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের সি পি আই যথাক্রমে আগের মাসের চেয়ে ০.৫ ও ০.৪ শতাংশ বেড়েছে । এ বছর টানা সাত মাস পি পি আই আগের মাসের চেয়ে বেড়েছে ।

    মুদ্রাস্ফীতির আশংকা সম্পর্কে লি সিয়াও ছাও বলেন , চীনে আপাততঃ মুদ্রা স্ফীতির সমস্যা হবে না , তবে সরকার মুদ্রা স্ফীতির সম্ভাবনার ওপর নিবিড় দৃষ্টি রাখছে । তিনি বলেন , এ বছরের জানুয়ারী থেকে জুলাই মাস পর্যন্ত সি পি আই ১.২ শতাংশ কমেছে , জানুয়ারী থেকে আগষ্ট মাস পর্যন্ত ১.২ শতাংশ কমেছে আর জানুয়ারী থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১.১ শতাংশ কমেছে । শিল্প পণ্যের মূল্য পি পি আইও ক্রমেই হ্রাস পাচ্ছে । কাজেই বর্তমান অবস্থা বিবেচনা করে বোঝা যায় যে আপাতত মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দেবে না । কিন্তু সি পি আই ও পি পি আই দুটিই বাড়ছে , তাই মুদ্রা স্ফীতির সম্ভাবনা থাকবে , এর ওপর নিবিড় দৃষ্টি রাখতে হবে ।

     ২১ অক্টোবর চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে বলা হয়েছে , এ বছরের প্রথম নয় মাসের আর্থ-সামাজিক উন্নয়ন , বছরের প্রথম দিকের অনুমানের চেয়ে ভালো । অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতাও ভালো । তবে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে অস্থিতীশীলতা ও ভারসাম্যহীনতার লক্ষণ রয়েছে । তাই এ বছরের বাকি তিন মাসে অর্থনীতির উন্নয়নে সমষ্টিগত নিয়ন্ত্রণ জোরদার করতে হবে এবং অব্যাহতভাবে সক্রিয় ও অপেক্ষাকৃত শিথিল মুদ্রা নীতি কার্যকর করতে হবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China