চীন-মার্কিন দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে মত বিনিময় |
২১ অক্টোবর সকালে আমন্ত্রণক্রমে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে। বারাক ওবামা বলেন, আগামী নভেম্বর মাসে চীন সফরকালে তিনি প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করার অপেক্ষায় রয়েছেন। হু চিন থাও বলেন, তিনি পেইচিংয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষীক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময়ের অপেক্ষায় রয়েছেন।
জলবায়ু প্রসঙ্গে প্রেসিডেন্ট হু চিন থাও বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় কোপেনহেগেন সম্মেলন জলবায়ুর প্রতি বিশ্ব সম্প্রদায়ের মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে দু’দেশ অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন বলে দু’দেশের অভিন্ন স্বার্থ এ ক্ষেত্রে কাজ বাড়ছে।
বারাক ওবামা বলেন, এই সম্মেলনে যাতে সাফল্য অর্জিত হয় সে জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষের সঙ্গে ইতিবাচক পদক্ষেপ নিতে ইচ্ছুক। জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য দু’দেশের আলদাআলাদাভাবে গুরুত্বপর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
 |
|