v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন সরকার কর্মসংস্থান সমস্যার সমাধান ও সমাজ নিশ্চয়তা ব্যবস্থা পরিপূর্ণ করার চেষ্টা করছে
2009-10-21 19:30:39
    নয়া চীন প্রতিষ্ঠার পর ৬০ বছরে , বিশেষ করে চীনের সংস্কার নীতি কার্যকর করার ৩০ বছরে চীন সরকার দক্ষ জনশক্তি প্রশিক্ষণের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে । চীনের জনশক্তি ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রী ইং ওয়ে মিং বলেছেন , গত ৬০ বছরে চীন সরকার দক্ষ জনশক্তি প্রশিক্ষণ ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেছে । গত বছরের শেষ নাগাদ পর্যন্ত চীনে দক্ষ জনশক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি । তিনি আরো বলেন , ২০০২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির ১৬তম অধিবেশন এবং ২০০৩ সালে চীনের প্রথম জাতীয় দক্ষ জনশক্তি প্রশিক্ষণ সম্মেলনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দক্ষ জনশক্তি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ , এ দুটি অধিবেশনে এটাকে দেশকে শক্তিশালী করে তোলার অন্যতম কর্তব্য হিসেবে গ্রহণ করা হয়েছে ।

     ২০০৩সালে অনুষ্ঠিত চীনের প্রথম জাতীয় দক্ষ জনশক্তি সম্মেলনে দক্ষ জনশক্তির মানদন্ড সংশোধন করা হয়েছে । তিনি বলেন , দক্ষ জনশক্তির পুরনো মানদন্ড নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো যায় না । আগে মানুষের লেখাপড়ার ডিগ্রী ছিল দক্ষ জনশক্তি নির্ণয়ের একমাত্র মানদন্ড । এখন আর্থ-সামাজিক উন্নয়নে কর্মীর অবদান দক্ষ জনশক্তির প্রধান মানদন্ড । তিনি বলেন , এ নতুন মানদন্ড দক্ষ জনশক্তির আওতাকে আরো বাড়িয়ে দিয়েছে ।

    কিন্তু দক্ষ জনশক্তি বৃদ্ধির এক ফল হিসেবে চীনের লাখ লাখ পরিবারের কর্মসংস্থান সমস্যা প্রকট হয়ে ওঠে । এ বছর চীনে মোট দু কোটি ৪০ লাখ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে চায় , কিন্তু কর্মসংস্থানের সুযোগ মাত্র এ সংখ্যার অর্ধেক , তার মানে এক কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সমস্যা সময়োচিতভাবে সমাধান করা সম্ভব হবে না । চাহিদার তুলনায় শ্রমশক্তির অতিরিক্ত সরবরাহের দ্বন্দ্ব খুব প্রকট , ফলে চীনের কর্মসংস্থানের পরিস্থিতি এখনও কঠিন । তিনি বলেন , কর্মসংস্থান সমস্যা সমাধানে বাজারের চাহিদা অনুসারে জনশক্তি বন্টনের নীতিতে অটল থাকতে হবে । তা ছাড়া সরকারের আরো বেশি কর্মসংস্থানের সুযেগ সৃষ্টির দায়িত্ব আছে । সরকার এ ক্ষেত্রে অনুকুল নীতি প্রণয়ন করবে এবং কর্মসংস্থানের পরিবেশ ও সেবা সরবরাহ করবে ।

    গত বছরের শেষ দিক থেকে এ বছরের প্রথম দিকে বিশ্ব আর্থিক সংকটের প্রভাবে চীনের কর্মসংস্থানের পরিস্থিতি আরো প্রকট হয়ে উঠেছে । বেকারের হার ৪.৩ শতাংশে উঠেছিল । এটা গত চার বছরের সর্বোচ্চ মান । বিপুল সংখ্যক কৃষক শ্রমিক চাকরি হারিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছিল । এ অবস্থার পরিপ্রেক্ষিতে চীনের জনশক্তি ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় নানা ব্যবস্থা নিয়েছে । এ সব ব্যবস্থার মধ্যে রয়েছে , দক্ষ জনশক্তিকে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে উত্সাহ দেয়া , জনশক্তিকে বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া , বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের পরামর্শ দেয়া ও দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য দেয়া ।

    কর্মসংস্থান সমস্যা ছাড়া জনশক্তি ও সমাজ নিশ্চিয়তা মন্ত্রণালয়ের আরোকটি দায়িত্ব হলো জনসাধারণের নিশ্চয়তা ব্যবস্থা আরো পরিপূর্ণ করা । এটা লাখ লাখ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় । কিছু দিন আগে চীনের রাষ্ট্রীয় পরিষদ পরীক্ষামূলকভাবে গ্রামাঞ্চলে বার্ধক্য বীমা ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে । গ্রামাঞ্চলে বার্ধক্য বীমা ব্যবস্থার কল্যাণে বেশির ভাগ কৃষকের বার্ধক্য কল্যান জীবন নিশ্চিত হবে । এ প্রসঙ্গে ইং ওয়ে মিং বলেন , কৃষকদের বার্ধক্য বীমা ব্যবস্থা কৃষকের প্রত্যক্ষ স্বার্থ সংশ্লিষ্ট একটি বড় কাজ । এর আগে কৃষকদের সাহায্য করার জন্য চীন সরকার কৃষি কর বাতিল , কৃষকদের প্রত্যক্ষ ভর্তুকি দেয়া , গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের ছাত্রছাত্রীদের শিক্ষা ফি মওকুফ আর গ্রামাঞ্চলে নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা নিয়েছে । এ ক্ষেত্রে গ্রামাঞ্চলে বার্ধক্য বীমা ব্যবস্থা প্রতিষ্ঠা গ্রামাঞ্চলের বয়োবৃদ্ধ কৃষকদের জন্য একটি সুখবর । এটা সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা পরিপূর্ণ করা এবং বৈশ্বিক আর্থিক সংকট মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China