v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ষষ্ঠ চীন-আসিয়ান প্রদর্শনী বহু নতুন রেকর্ড সৃষ্টি করেছে
2009-10-21 17:35:38

ষষ্ঠ চীন-আসিয়ান প্রদর্শনী ২০ অক্টোবর চীনের কুয়াং সি প্রদেশের নান নিং শহরে শুরু হয়েছে। প্রদর্শনীতে আসিয়ানের অংশগ্রহণকারী প্রদর্শনী স্টলের সংখ্যা অনেক বেড়েছে।

এবারের প্রদর্শনীতে আসিয়ানের অংশগ্রহণকারী প্রদর্শনী স্টলের সংখ্যা মোট সংখ্যার ৩০ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে লাওস এবং থাইল্যান্ডসহ ৬টি আসিয়ান দেশ প্রথমবারের মত কৃষির ওপর বিশেষ প্রদর্শনী ও আর্থিক সেবা প্রদর্শনী স্টল স্থাপন করেছে। যা সুষ্ঠুভাবে চীন ও আসিয়ানের কৃষি ও অর্থসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে জোরদার করেছে। এ সম্পর্কে আসিয়ানের সচিব সুরিন ফিত্সুওয়ান বলেন:

" এ বছরের প্রদর্শনী অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারন, ২০১০ সালের জানুয়ারী মাসে চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য এলাকা প্রতিষ্ঠিত হবে। যা বিশ্বে একটি সর্বোচ্চ অবাধ বাণিজ্য এলাকায় পরিণত হবে। এ বিশাল বাজারের ফলে এ অঞ্চলের ১৯০ কোটি মানুষ উপকৃত হবে। এ অঞ্চলে জি ডি পি'র মোট পরিমান হবে ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।"

২০০৪ সালে চীন ও আসিয়ানের প্রদর্শনী আয়োজন শুরু হয়। এ পর্যন্ত দু'পক্ষের বাণিজ্যের মোট পরিমান দাঁড়িয়েছে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সহযোগিতামূলক কল্যাণের মোট পরিমান হয়েছে ২৮.৬ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের মোট পরিমানের ব্যাপক বৃদ্ধি ইতোমধ্যেই চীন ও আসিয়ানের উচ্চ পর্যায়ের পরামর্শ প্রক্রিয়ার একটি নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য ও উন্নয়ন ব্যুরোর উপ-মহাপরিচালক চাং ছাও মেই বলেন, এবারের প্রদর্শনী অবাধ বাণিজ্য এলাকার স্থাপন এবং দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে জোরদার ও ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China