চীনের দ্বিতীয় আন্তর্জাতিক কপিরাইট প্রদর্শনী ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
জানা গেছে, এবারের প্রদর্শনীর আয়তন হবে ২২ হাজার বর্গকিলোমিটার। যা গতবারের প্রদর্শনীর আয়তনের চেয়ে পাঁচ গুণ বেশি। প্রদর্শনীর প্রধান ভবনে গুরুত্ব সহকারে দক্ষিণ কোরিয়ার কপিরাইট শিল্পের বৈশিষ্ট্য প্রদর্শন করা হবে। যাতে চীন ও দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক যোগাযোগ ও কপিরাইট বাণিজ্যের বিনিময় জোরদার করা যায়। তাছাড়াও, এবারের প্রদর্শনীতে একটি আন্তর্জাতিক কপিরাইট ফোরামও অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশী কপিরাইট সংস্থা, কপিরাইট সংক্রান্ত পুঁজি বিনিয়োগ সংস্থা , বিখ্যাত কপিরাইট শিল্পপ্রতিষ্ঠান এবং চীনে বিভিন্ন কনসুলেটসহ বেশ কয়েকটি সংস্থা এ ফোরামে অংশ নেবে। |