v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের সংস্কৃতির চার ধরণের চালিকা শক্তির উন্নয়ন করা হবেঃ স্যু লিন
2009-10-20 19:08:22
ইউরোপের কনফুসিয়াস ইন্সটিটিউটের ২০০৯ সালের সম্মেলন ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বেলজিয়ামের গ্রুপ টি- আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ল্যুভেন কলেজে অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানে ইউরোপের ২০টি দেশের ৬৬টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং চীন ও বেলজিয়ামের ২০টি উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় এবং চীনের হান বানের ২০০জনের বেশি প্রতিনিধি এ সম্মেলে অংশ নিয়েছেন। তারা চীনা ভাষা শিক্ষাদান ও ইউরোপে চীনের সংস্কৃতি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। সম্মেলন চলাকালে চীনের হান বান এবং কনফুসিয়াসের সদর দপ্তরের মহাপরিচালক সু লিন গত কয়েক বছরে চীনের কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়ন ও ইউরোপে কনফুসিয়াস ইন্সিটিটিউট প্রতিষ্ঠা সম্পর্কে আমাদের সংবাদদাতাকে এক সাক্ষাত্কার দিয়েছেন। এখন শুনুন এ সম্পর্কিত বিস্তারিত একটি প্রতিবেদন।

চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন ও সারা বিশ্বে তারা প্রভাব বেড়ে চলেছে বেশি বিদেশীরা চীনের সংস্কৃতির ওপর বলে আরও আগ্রহ প্রকাশ করেছেন। ২০০৪ সালের নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট চালু হওয়ার ৫ বছর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে কনফুসিয়াস ইন্সটিটিউট চালু হয়েছে। এ সম্পর্কে সু লিন বলেন, কনফুসিয়াস ইন্সটিটিউট বিভিন্ন দেশে চীনের সংস্কৃতি সম্প্রসারণ করা একটি সংস্থা। গত পাঁচ বছরের মধ্যে আমরা বিশ্বের ৮৭টি দেশে ২৮০টিরও বেশি কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার সময় চীনের সংস্কৃতি খুব সমৃদ্ধ এবং বিভিন্ন দেশের বহুমুখী সংস্কৃতি আরও বৈশিষ্ট্যময় বলে আমরা বোধ করি।

কনফুসিয়াস ইন্সটিটিউট শুধু সারা বিশ্বে চীনের সংস্কৃতি সম্প্রসারণ করে থাকে তা নয়, এতে বিভিন্ন দেশের সংস্কৃতি মিলামেশা হয়। চীনের মত ইউরোপও বিশ্বের সংস্কৃতি কেন্দ্রের মধ্য অন্যতম। চীন ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান বহু বছরের। গত কয়েক বছর কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তর ইউরোপে চীনা ভাষা ও সংস্কৃতি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়। সংশ্লিষ্ট দলিল পত্র অনুযায়ী বর্তমানে ইউরোপের ২৯টি দেশে ৯৪টি কনফুসিয়াস ইন্সটিটিউট ও ৩৪টি কনফুসিয়াস ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মোট ১২৮টি এমন সংস্থায় ৮৯৯জন শিক্ষক রয়েছে। তারা ২৫৮০টি বিভিন্ন ধরণের চীনা ভাষা সংশ্লিস্ট প্রশিক্ষণ নিয়েছে। যার শিক্ষাপ্রার্থীর সংখ্যা ৩০ হাজারও বেশি। তাছাড়া, তারা দু'হাজারের বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। তাতে ৪ লাখ ৬০ হাজার লোক অংশ নিয়েছে।

এমন সাফল্য অর্জিত হলেও সু লিন বেশি ভাগে "চাহিদা"-এর কথা উল্লেখ্য করেছে। তিনি বলেছেন, ইউরোপের কনফুসিয়াসগুলো চীনের সংস্কৃতি সম্প্রসারণ ক্ষেত্রে লক্ষনীয় সাফল্য অর্জন করেছে বলেও ইউরোপীয়নরা চীনা ভাষা ও চীনের সংস্কৃতির ওপর আগ্রহ ও চাহিদার চেয়ে তা যথেষ্ট নয়। তিনি বলেন, "যেটা আমরা করেছি। সেসব উপযোগী। আমরা কিন্তু চাহিদার দিক থেকে সে সব কর্মকান্ড করেছি। পাঁচ বছরের আগে আমরা প্রতি বছর ৫০জন শিক্ষক পাঁঠাই। এখন আমরা ৫ হাজারজন পাঠায়। যা একশগুণ বেড়েছে। কিন্তু তা যথেষ্ট নয়। পাঁচ বছরের আগে কেউ চিন্তা করতে পারে নি যে, চীনা ভাষা শিক্ষাদানের উজ্জ্বল ভবিষ্যত আছে।

তিনি আরও বলেছেন, এ সম্মেলনে দেশ বিদেশের প্রতিনিধিরা প্রধানত স্থানীয় শিক্ষক লালন, পুস্তুক উন্নয়ন ও শিক্ষা সম্পদ উপভোগসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। কনফুসিয়াসের পরবর্তি লক্ষ্য নিয়ে সু লিন বলেন, "এ সম্মেলনে প্রতিনিধিরা বেশির ভাগে শিক্ষক অভাবতা এবং শিক্ষা পুস্তুক সম্পর্কে আলোচনা করেছেন। শিক্ষা পুস্তুকের ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের, শিশুদের, প্রবীণদের, ব্যবসায়ীদের জন্য পুস্তুক বানাবো। ভাষার ক্ষেত্রে আমরা এক বই ৬৫টি ভাষায় অনুবাদ করবো।

তাছাড়া সু লিন বিদেশে চীনা ভাষা শিক্ষাদানে আরও বেশি যুবক যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপ হচ্ছে অর্থনীতি ও শিক্ষা ক্ষেত্রে উন্নত অঞ্চল। এ অঞ্চলে চীনা ভাষা ও সংস্কৃতি সম্প্রসারণের বিশিষ্ট পরিবেশ ও ভালো শর্ত রয়েছে। ইউরোপের কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়ন কর্মসূচী সম্পর্কে তিনি বলেন, "ইউরোপের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন শিক্ষক সম্পদ এবং স্থায়ী শিক্ষক লালনের ওপর বেশি গুরুত্ব দেয়া উচিত। ইউরোপের অনেক চীনা ভাষা বিশেষজ্ঞরা কনফুসিয়াস ইন্সটিটিউটের ভূয়াসী প্রশংসা করেন। সেজন্য কনফুসিয়াস চীনা ভাষা সংক্রান্ত গবেষণা কেন্দ্রে পরিণত হওয়া উচিত।

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও গত জুলাই মাসে কূটনীতিবিদদের একটি সম্মেলনএ বলেছেন, কূটনৈতিক কাজে দক্ষতা উন্নয়ন করা উচিত। যাতে রাজনীতির দিকে চীন আরও প্রভাবশালী, অর্থনীতির দিকে আরও প্রতিদন্দিতামূলক, মুর্তির ক্ষেত্রে আরও আন্তরিকতা এবং নৈতিক দিকে আরও মুগ্ধকরণ হবে। সু লিন বলেছেন, চীনা ভাষা সম্প্রসারণের কাজেও এ চারটি শক্তি উন্নয়ন করতে হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China