v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন-আসিয়ান মেলা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন শুরু
2009-10-20 18:39:44
    ষষ্ঠ চীন- আসিয়ান মেলা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন ২০ অক্টোবর দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং শহরে শুরু হয়েছে । চীন ও আসিয়ানের দশটি সদস্য দেশের নেতৃবৃন্দ , শিল্প ও বাণিজ্য মহলের দায়িত্বশীল কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ মিলে চীন এবং আসিয়ানের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো , আঞ্চলিক সহযোগিতার মান উন্নত করা এবং মিলিতভাবে আর্থিক সংকট মোকাবিলার বিষয়ে মতবিনিময় করছেন।

    চুক্তি অনুসারে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল আগামী বছর চালু হবে। এ অবাধ বাণিজ্য অঞ্চলে লোকসংখ্যা ১৯০ কোটি এবং জি ডি পি'র পরিমান প্রায় ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ।

    চীন –আসিয়ান অবাধ বাণিজ্য মেলা প্রতিষ্ঠার পর এ মেলা ইতিমধ্যে দু'পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী লি খে ছিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতার উচ্চ প্রশংসা করে বলেছেন , আমাদের অব্যাহতভাবে আন্তর্জাতিক আর্থিক সংকটের মোকাবিলাকে প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার তরান্বিত করতে হবে এবং নতুন উন্নয়ন পদ্ধতি সৃষ্টি করে অর্থনীতির ভারসাম্যসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে হবে । চীন ও আসিয়ানের উচিত অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার   সুযোগে আর্থ-বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা আরো বাড়ানো , যাতে দু'পক্ষের অর্থনীতি টেকসই উন্নয়নের দিকে বিকশিত হতে পারে ।

    লি খে ছিয়ান আরো বলেন , দু'পক্ষকে সহযোগিতা বাড়িয়ে অবাধ বাণিজ্য চুক্তিতে লিপিবদ্ধ কল্যাণমূলক নীতি বাস্তবায়ন করতে হবে এবং দু'পক্ষের বাণিজ্যের আনুষ্ঠানিকতা আরো সহজ করার নীতি প্রণয়ন করতে হবে ।

    চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল বিদেশের সঙ্গে চীনের প্রথম অবাধ বাণিজ্য অঞ্চল এবং আসিয়ানের প্রথম অবাধ বাণিজ্য অঞ্চল । বর্তমান বৈশ্বিক আর্থিক সংকট মোকাবিলার পটভূমিতে অবাধ বাণিজ্য অঞ্চলের প্রতিষ্ঠার প্রচেষ্টায় চীন ও আসিয়ানের দেশগুলোর বিশ্ব আর্থিক সংকট মোকাবিলার দৃঢসংকল্প প্রতিফলিত হয়েছে । আসিয়ানের মহাসচিব সুরিন পিটসওয়ান বলেন , চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল আগামী বছরের জানুয়ারী মাসে চালু হবে । এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে আরো প্রত্যক্ষভাবে অবাধ বাণিজ্য অঞ্চল থেকে উপকৃত হতে পারে , সে লক্ষ্যে , চীন ও আসিয়ানের সদস্য দেশগুলো শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ করছে ।

    বর্তমান মেলায় লাওস নানা কর্মসূচীর আয়োজন করবে । লাওসের প্রধানমন্ত্রী বোয়াসোন বৌফাভান প্রতিনিধি দল নিয়ে মেলায় অংশ নিয়েছেন । তিনি বলেন , আমি মনে করি এবারের চীন-আসিয়ান মেলার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । আসিয়ানের দেশগুলো আসিয়ান গোষ্ঠী প্রতিষ্ঠার চেষ্টা করছে , এর পাশাপাশি তারা চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলকে স্বাগত জানাচ্ছে । বর্তমান মেলা আসিয়ান ও চীনের মধ্যে কৌশলগত অংশিদারী সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে ।

    বর্তমান মেলায় প্রদর্শনী স্টলের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে । ভিয়েতনামের এশিয়া-ইউরোপ ওষুধ কোম্পানি প্রথমবার এ মেলায় অংশ নিয়েছে । এ কোম্পানির বাজার বিভাগের ম্যানেজার চ্রান ভান দোয়ান সি আর আই সংবাদদাতাকে বলেন , তারা এ মেলার মাধ্যমে নিজের পণ্য এশিয়া তথা গোটা পৃথিবীতে বিক্রি করার চেষ্টা করছে । তিনি বলেন , চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পর চীন ও আসিয়ানের দেশগুলো বাণিজ্যের নতুন সুযোগ পাবে এবং শুল্ক কমানো ও মওকুফের সুবিধা উপভোগ করবে। আমি বিশ্বাস করি , অবাধ বাণিজ্যের পরিবেশে সব শিল্পপ্রতিষ্ঠান ভালো পণ্য ও সেবা পাবে এবং অভিন্ন উন্নয়ন তরান্বিত করবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China