v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের শানতুং প্রদেশের ছাংতাও দ্বীপের ভ্রমণ
2009-10-20 16:27:40
গত ১ অক্টোবর ছিল চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষকী । চীনের ঐতিহ্যিক শারদীয় উত্সবও এ জাতীয় দিবসের সরকারী ছুটিতে পড়েছে । তাই এবার চীনারা একটানা আটদিনের ছুটি ভোগ করতে পেরেছেন । অনেকে দেশের বিভিন্ন দর্শনীয় জায়গা ভ্রমণ করতে গেছেন । পূর্ব চীনের শানতুং প্রদেশের বিখ্যাত ছাংতাও দ্বীপ বহু চীনা পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে । এ দীর্ঘদিনের ছুটির সময় ছাংতাও দ্বীপ ভ্রমণের প্রধান তিনটি বৈশিষ্ট্য রয়েছে । প্রথমত বেশ কিছু সংখ্যক পর্যটক নিজেরা গাড়ি চালিয়ে ছাং তাও দ্বীপ ভ্রমণ করেছেন । দ্বিতীয়ত অনেক পর্যটক শুধু অবসর কাটানোর জন্যে আরামের সংগে ছাংতাও দ্বীপ ভ্রমণ করেছেন । তৃতীয়ত পর্যটন বাজারও ধাপে ধাপে দরমুখী থেকে চরিত্রমুখী হয়ে উঠেছে । ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ১০ হাজারেরও বেশি পর্যটক ছাং তাও দ্বীপে ভ্রমণ করতে গেছেন । এর ফলে স্থানীয় পর্যটন বিভাগের আয় ৪ কোটি ৯০ লাখ ইউয়ান ছাড়িয়ে গেছে ।

এবারের জাতীয় দিবসের দীর্ঘদিনের ছুটিতে নিজেরা গাড়ি চালিয়ে ছাং তাও দ্বীপ ভ্রমণ করার এক হিড়িক পড়েছে । এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ৩ হাজার ৩ শ'রও বেশি পর্যটক নিজেদের গাড়ি চালিয়ে ছাং তাও দ্বীপ ভ্রমণ করেছেন । তারা আলাদা আলাদাভাবে পেইচিং , থিয়ান চিন , শাংহাই , হোপেই , হোনান ও চিয়াং সুসহ দেশের বিশটিরও বেশি প্রদেশ ও কেন্দ্রশাসিত শহর এবং শানতুং প্রদেশের চিনান , ছিং তাও , ওয়ে ফাং ও ইয়ান থাইসহ ১৭টি এলাকা থেকে গিয়েছেন ।মোট পর্যটকের মধ্যে শানতুং প্রদেশের পর্যটকদের সংখ্যা ৫১ শতাংশ এবং শানতুং প্রদেশ বাদে দেশের অন্য প্রদেশ ও কেন্দ্রশাসিত শহর থেকে আসা পর্যটকদের সংখ্যা ৪৯ শতাংশ । এসব প্রদেশ ও কেন্দ্রশাসিত শহরের মধ্যে পেইচিং , হোপেই ও থিয়ান চিনের পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি । শানতুং প্রদেশের পর্যটকদের মধ্যে ইয়ান থাই , ছিং তাও ও চিনান এলাকার পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি ।

এখন চীনে বিভিন্ন দ্বীপে অবকাশ কাটানো পর্যটনের একটি নতুন রেওয়াজে পরিণত হয়েছে । সারা দেশে ছাংতাও দ্বীপের সুনাম ছড়িয়ে পড়ার সংগে সংগে এখন নানা পেশার পর্যটক এখানে ভ্রমণ করতে এসেছেন । চীনের সিনচিয়াং , হাইনান , সি ছুয়ান , শানসি , শেনসি ও হেইলুংচিয়াংয়ের পর্যটকরা ছুটি কাটানোর জন্যে দলে দলে ছাংতাও দ্বীপে এসেছেন । বিশেষ করে ছাংতাও দ্বীপের পর্যটন বিভাগের সংগঠিত শরত্কালীন মত্সভোজন ভ্রমণ , শারদীয় মিলন ভ্রমণ এবং সমুদ্রের সম্প্রীতিময় প্রাকৃতিক ভ্রমণ দেশের পর্যটকদের মধ্যে বেশ সমাদর পেয়েছে । জানা গেছে , এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি পর্যটক জাহাজে করে সমুদ্রের সম্প্রীতিময় প্রাকৃতিক ভ্রমণ করেছেন । তারা বিভিন্ন জেলেদের গ্রামে গিয়ে জেলেদের রীতিনীতি জানতে পেরেছেন এবং তাদের মাছ ধরার দৃশ্য উপভোগ করেছেন ।

উন্নত মানের জেলেদের পরিবার ও নির্দিষ্ট তারার হোটেলও এখন চীনের পর্যটকদের নতুন বাছাইয়ে পরিণত হয়েছে । বাজারের এক জরীপ থেকে জানা গেছে , জাতীয় দিবসের দীর্ঘদিনের ছুটির সময় উচ্চ স্তরের পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে । ছাং তাও দ্বীপের নির্দিষ্ট তারার হোটেলে থাকা পর্যটকদের সংখ্যা ১০০ শতাংশ হয়েছে । এতে প্রতীয়মান হয় যে , পর্যটকদের ভোগের চাহিদার পরিবর্তন হচ্ছে । তারা শুধু ভ্রমণ ও পর্যটনে সন্তুষ্ট নন , তারা আরাম ও অনুভবের ওপর বেশি নজর দিচ্ছেন ।

জাতীয় দিবসের এ ছুটির দিনে শানতুং প্রদেশের ছাং তাও দ্বীপের গণ নিরাপত্তা , যোগাগোগ ও বন্দর কর্তৃপক্ষের সমস্ত কর্মীরা পরস্পরের সংগে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে পর্যটকদের জানমালের নিরাপত্তা ও নানা ধরণের সেবামূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন । এখন পর্যন্ত ছাংতাও দ্বীপ এলাকার সড়ক ও নৌ চলাচল ব্যবস্থা সুগম ছিল । এ সময়ের মধ্যে কোনো ধরণের দুর্ঘটনা ঘটে নি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China