v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের জনসংখ্যা কত? নারী ও পুরুষজনসংখ্যা কত?
2009-10-20 16:15:03

চীনের জনসংখ্যা কত? নারী ও পুরুষজনসংখ্যা কত? গত সপ্তাহের অনুষ্ঠানে আমি আসলে এ প্রশ্নের উত্তর দিয়েছি। ২০০৮ সাল পর্যন্ত চীনের লোকসংখ্যা হল ১৩২কোটি ৮০লাখ ২০হাজার। বর্তমানে চীনে পুরুষের সংখ্যা নারীর চেয়ে বেশি। পুরুষ:নারীর হার হল ১১৭:১১০।

২বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অব নলেজ কর্নারের প্রেসিডেন্ট খোন্দকার রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, চীনা মেয়েদের বিয়ের সরকারী বয়সসীমা কত? এবং চীনা মেয়েরা কি প্রেম করে বিয়ের করে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনা মেয়েদের বিয়ে সরকারী বয়সসীমা হল ২০ বছর। চীনা মেয়েরা নিজের ভালবাসা ছেলে বেছে নিয়ে বিয়ে করেন। চীন একটি গণতান্ত্রিক দেশ। চীনা মানুষের নিজের পছন্দ বেছে নেয়ার অধিকার রয়েছে।

বাংলাদেশের রংপুর জেলার গোয়ালু ডি-এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনের মানুষ কী শাড়ি লুঙ্গি পড়ে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনা মানুষ শাড়ি ও লুঙ্গী পড়ে না। চীনের ঐতিহ্যিক পোশাক হল ছিফাও ও মাকুয়া। কিন্তু এখন চীনা মানুষ বেশি সময় পশ্চাত্য দেশগুলোর মানুষের মত আধুনিক পোষাক পড়ে। মাঝেমাঝে উত্সবের সময় চীনা মানুষ ঐতিহ্যিক পোশাক পড়ে। আপনার আরেকটি প্রশ্ন হল চীনে তরমুজ পাওয়া যায় কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে অবশ্যই প্রচুর তরমুজ পাওয়া যায়। চীনে নানা ধরণের তরমুজ সারা বছর পাওয়া যায়। চীন একটি বড় দেশ, বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের আবহাওয়া রয়েছে। সেজন্য চীনে বিশ্বের যেকোনো ফল পাওয়া যায়।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যান ক্লাবের সুকদেব কুমার ঘোষ জানতে চেয়েছেন, চীন দেশে কি কোন জল প্রপাত আছে? থাকলে কোন প্রদেশে আছে? চীনে বহু জল প্রপাত রয়েছে। চীনের সবচেয়ে বড় জল প্রপাত হল হুয়াংকুওশু জল প্রপাত। হুয়াংকুওশু জল প্রপাত চীনের কুইচৌ প্রদেশে অবস্থিত। এ জল প্রপাত ৭৭.৮ মিটার লম্বা এবং ১০১ মিটার চত্তড়া। হুয়াংকুওশু জল প্রপাত হল বিশ্বের একটি বিখ্যাত্ ও সবচেয়ে বড় জল প্রপাত। তিনি আরো জানতে চেয়েছেন, চীন দেশে সে মরুভূমি আছে তার নাম কি এবং এই মরুভূমির আয়তন কম বর্গ কিলোমিটার? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে অনেক মরুভূমি রয়েছে। চীনের ভূমির শতকরা ১৩ ভাগ হল মরুভূমি। চীনের সবচেয়ে বড় মরুভূমি হল তাকলামাকান মরুভূমি। তার আয়তন হল ৩লাখ ৩৭হাজার ৬শো বর্গ কিলোমিটার। তাকলামাকান মরুভূমি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। তাকলামাকান মরুভূমি চীনের সিনচিয়ান উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত।

বাংলাদেশের চাঁপাই নবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান জানতে চেয়েছেন, চীনারা বসন্ত উত্সবকে কেন এত প্রধান্য দেন? বসন্ত উত্সব ঐতিহ্যিক চীনা পন্ঞ্জিকার নববর্ষও বটে। চীনা জনগণ প্রাচীনকালে চীনের আবহাওয়া জ্যোতির্বিদ্যা এবং কৃষি মৌসুমের বৈশিষ্ট্য অনুসারে চীনা পন্ঞ্জিকা উদ্ভাবন করেছিলেন। চীনের বসন্ত উত্সবের প্রায় চার হাজার বছরের ইতিহাস আছে। অতীতে চীনা পন্ঞ্জিকার নববর্ষকে বসন্ত উত্সব না বলে নববর্ষ বলা হত। চীনের বসন্ত উত্সব খৃস্টানদের ক্রিসমাস এবং মুসলমানের ঈদের মত সমারোহময়। বসন্ত উত্সব হল চীনা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। এখন বিশ্বের আরো বেশি দেশে বসন্ত উত্সব জনপ্রিয় হয়েছে। কারণ বিশ্বের নানা স্থানে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত রয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China