v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ
2009-10-20 09:50:48

১৯৭০ সালের ২৪শে এপ্রিল চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ চিউ চুয়ান উপগ্রহ উত্পেক্ষন কেন্দ্র থেকে সাফল্যের সংগে উত্পেক্ষন করা হয়। রাত ন'টা আটচল্লিশ মিনিটে এ কৃত্রিম উপগ্রহ পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে ।

১৯৭০ সালের ২৪শে এপ্রিল চীনের মহাকাশ অভিযানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন । এ কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পরিভ্রমনের সংগে সংগে চীন সাবেক সোভিয়েত ইউনিয়ান , মার্কিন যুক্তরাষ্ট্র , ফ্রান্স ও জাপানের পর এককভাবে কৃত্রিম উপগ্রহ তৈরী ও উত্পেক্ষন প্রযুক্তি আয়ত্তকারী পঞ্চম দেশে পরিণত হলো।

তংফাংহং নামক এ কৃত্রিম উপগ্রহের ওজন ১৭৩ কিলোগ্রাম , এর ব্যাস প্রায় এক মিটার , পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে ১১৪ মিনিট ।

প্রযুক্তিগত পরীক্ষা এবং আইওনোস্ফিয়ার ও বায়ুমন্ডলের ঘনত্ব নির্ণয়ের সংগে সংগে এ কৃত্রিম উপগ্রহ থেকে তংফাংহং নামক সংগীতও প্রচারিত হয় ।

এ কৃত্রিম উপগ্রহের পরিকল্পিত আয়ু বিশ দিনের হলেও প্রকৃতপক্ষে ২৮ দিন ধরে তা কাজ করেছিল এবং মহাকাশে সংগৃহীত প্রচুর মূল্যবান তথ্য ভূপৃষ্ঠে পাঠিয়েছিল ।

চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ সাফল্যের সংগে উত্পেক্ষনের পর চীনের মহাকাশ প্রযুক্তি গবেষনাগারের মহাপরিচালক ছিয়ান সুয়ে সেন কেন্দ্রীয় সরকারের কাছে দাখিল করা একটি রিপোর্টে মানববাহী উপগ্রহ তৈরীর প্রস্তাব উত্থাপন করেন । অল্পদিন পর চেয়ারম্যান মাও সে তুং তাঁর প্রস্তাব মঞ্জুর করেন ।

২০০৫ সালের ২১শে এপ্রিল পেইচিং উপগ্রহ নির্মান কারখানায় প্রথম কৃত্রিম উপগ্রহের স্মারক ফলক স্থাপিত হয় । সেইদিন থেকে কৃত্রিম উপগ্রহের হুবহু একটি নমুনা পেইচিংয়ের জ্যোতিবিজ্ঞান ভবনে প্রদর্শিত হয় ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China