 চীনের নগরগুলোতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কার্বন নির্গমনের পরিমান হ্রাস করা দরকার । ১৯ অক্টোবর প্রকাশিত চীনের একটি জরীপে এ কথা জানানো হয়েছে ।
এতে বলা হয় , চীনের অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য নগরগুলোতে কার্বন নির্গমনের পরিমান কমাতে হবে । এ ক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানী ও পুনঃব্যবহার্য জ্বালানীর ব্যবহারও জনপ্রিয় করে তোলা দরকার । এ লক্ষ্য বাস্তবায়নের জন্য নগরগুলোতে নিম্ন কার্বন ব্যবহারের প্রযুক্তিকে জনপ্রিয় করে তুলতে হবে । তাতে নগরায়ন ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তিগত নিশ্চয়তা দেয়া হবে । (থান ইয়াও খাং) |