v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্ব ব্যাংক ও আইএমএফ বাংলাদেশের জন্য ঋণের শর্ত শিথিল করছে
2009-10-19 20:12:06
শিথিল বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের জন্য ঋণ সহায়তার শর্ত শিথিল করছে। এ ব্যবস্থা কার্যকর হলে বাজেটে বরাদ্দকৃত এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার করা যাবে। অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত সপ্তাহে ইস্তাম্বুল ও সাইপ্রাসে কমনওয়েলথ অর্থ মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পর দেশে ফিরে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ব অর্থনীতির মন্দা মোকাবিলায় অনুন্নত দেশগুলো বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা বাড়াতে উন্নত দেশগুলোকে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। * * * এসএমই উদ্যোগের জন্য ৭ কোটি ৬০ লাখ ডলার এডিবি ঋণ গ্রাম এলাকায় ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে। ১২ই অক্টোবর এ ঋণ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেছেন ইআরডি সচিব ও এডিবির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ ঋণের অর্থ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংক ৩০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম এলাকায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগকে ঋণের অর্থে সহায়তা করবে। আশা করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে ১৫ লাক মানুষের কর্মসংস্থান হবে। ৬৬ হাজার ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগ এর মাধ্যমে উপকৃত হবে। * * * সমুদ্রসীমায় ন্যায়ভিত্তিক নিস্পত্তির দাবি বাংলাদেশের সমতা ও ন্যায়ের ভিত্তিতে সমুদ্রসীমার চূড়ান্ত নিস্পত্তি চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ১১ই অক্টোবর ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, সমুদ্রসীমা নির্ধারণে সালিশি মামলা দায়েরের পাশাপাশি ভারত ও মিয়ানমারের সংগে আলোচনাও অব্যাহত থাকবে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংগে তার ফোনে কথা হয়েছে এবং ১৫ অক্টোবর কলম্বোতে এডিসি সম্মেলনে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সংগেও কথা বলেছেন তিনি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানী কনোকো ফিলিপস অনুমোদন পাওয়ার বেশ কিছুদিন পর বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে সালিশি মামলা দায়ের করা হয়। * * * গোপনে দ্বিতীয় বিয়ে করে বিপাকে পড়েছেন ভারতের এক সেনা কর্মকর্তা গোপনে দ্বিতীয় বিয়ে করে বিপাকে পড়েছেন ভারতের এক সেনা কর্মকর্তা। সম্প্রতি তার দ্বিতীয় আফগান স্ত্রী নয়াদিল্লির এক আদালতে মামলা করলে আদালত সেনা কর্মকর্তার প্রতি তার স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে।সাবরা আহমাদজাই নামের আফগান নারী কাবুলের একটি হাসপাতালে দোভাষী হিসেবে কাজ করার সময় ভারতের সেনাবাহিনীর ডাক্তার মেজর চন্দ্র শেখর পাঁত প্রতারণার মাধ্যমে সাবরাকে বিয়ে করেন।তারা এক সংগে ১৫ দিন বসবাস করেন।মেজর চন্দ্র শেখর তার বাবা-মাকে নিয়ে পুনরায় আফগানিস্তানে ফিরে যাওয়ার অঙ্গীকার করে কাবুল থেকে চলে আসেন।ছয় মাসের মধ্যে তিনবার টেলিফোন করে মেজর চন্দ্র শেখর তার আগের বিয়ের কথা সাবরাকে জানিয়ে তাকে ভুলে যেতে বলেন।এরপর সাবরা বিয়ের ভিডিওচিত্রসহ দিল্লির আদালতে মামলা করেন। * * * কবিগুরুর ১৫০তম জন্মদিন বিশ্বজুড়ে পালন করবে ইউনেসকো কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন বিশ্বজুড়ে পালন করবে ইউনেস্কো।আগামী বছর বিশ্বব্যাপী আয়োজন করা হচ্ছে তাঁর অর্ধশতবর্ষ জন্মদিন পালনের নানা অনুষ্ঠান।ইউনেস্কো ইতোমধ্যেই ১৫০তম জন্মদিন পালনের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। জন্মদিন উপলক্ষ্যে ইউনেস্কো কবিগুরুর নামে বিশেষ পুরস্কার ও পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ১৯১৩ সালে কবিগুরুই এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর গৌরব অর্জন করেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কবিগুরুর বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করার আহবান জানিয়েছিলেন ইউনেস্কোর কাছে। * * * আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভুটানের পতাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছে ভুটানের জাতীয় পতাকা। নাসায় কর্মরত ভুটানের নাগরিক ড্যানি অলিভাস দেশের পতাকা বহন করে নিয়ে গেছেন মহাকাশ স্টেশনে। এসটিএস-১২৮ শাটলযানে ১৩ দিন ২০ ঘন্টার এ মিশনে বিশেষজ্ঞের দায়িত্বে ছিলেন ড্যানি অলিভাস।তিনি এর আগেও চারটি মিশনে বিশেষজ্ঞের দায়িত্ব পালন ।পতাকা নিয়ে সাফল্যের সাথেই অলিভাস পৃথিবীতে ফিরে আসেন। ভুটানীরা ২০০৯ সালকে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ হিসেবে ঘোষণা করেছে। এ উদ্দেশ্য মাথায় রেখেই এ মহাকাশ যাত্রা। * * * শ্রীলংকায় আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলংকায় আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সে দেশের সরকারি রেডিও। গত ১৩ই অক্টোবর এ রেডিওর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর পরিবেশন করে। খবরে বলা হয়, ২০১১ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। এখন তা ২০১০ সালের এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে। পর্লামেন্ট নির্বাচনও প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে।এর আগে গত সপ্তাহে শ্রীলংকায় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকশের ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স পার্টি নিরংকুশ জয় পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রাদেশিক পরিষদের ৫৫ টি আসনের মধ্যে দলটি পেয়েছে ৩৮টি আসন। বাকী ১৭টি আসন পেয়েছে দু’টি বিরোধি দল। * * * নেপালের উপপ্রধানমন্ত্রী হয়েছেন সুজাতা কৈরালা নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার কন্যা সুজাতা কৈরালা সেদেশের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এ নিয়োগ দিয়েছেন। এর আগে সুজাতা কৈরালা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সুজাতাকে নিয়োগের মাধ্যমে নেপালে দু’জন উপপ্রধানমন্ত্রী হলেন। সিনিয়র উপপ্রধানমন্ত্রী হচ্ছেন পরিবার পরিকল্পনা ও অবকাঠামো মন্ত্রী বিজয় কুমার গাচ্চেধার। ( মফিজুর রহমান )
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China