
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৬ অক্টোবর চীনের সি ছুয়ান প্রদেশের ছেং তু শহরে চীনের দশম পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণকারী শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নসিরি বিক্রমানায়েকের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ওয়েন চিয়া পাও বলেছেন, শ্রীলংকা হচ্ছে চীনের একটি নিকট সুপ্রতিবেশী দেশ। চীন ও শ্রীলংকার সার্বিক সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ । যা এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও সহায়ক হবে। জাতীয় সমঝোতা, দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নে চীন শ্রীলংকার চেষ্টাকে সমর্থন করে।
রত্নসিরি বিক্রমানায়েকে বলেন, শ্রীলংকা চীনের দেয়া দীর্ঘকালের সমর্থন ও সহায়তার জন্য ধন্যবাদ জানায়। শ্রীলংকা যুদ্ধোত্তর পুনর্গঠন কাজ চালচ্ছে। চীন স্থায়ী শান্তি ও উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে শ্রীলংকার সাথে বিনিময় জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ----ওয়াং হাইমান |