v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েন চিয়া পাওয়ের সংগে গিলানির সাক্ষাত
2009-10-15 21:15:09

সাংহাই সহযোগিতা সংস্থার অষ্টম প্রধান মন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী পাকিস্তানের প্রধান মন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি ১৫ই অক্টোবর পেইচিংয়ে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সংগে সাক্ষাত করেন। এ সময় ওয়েন চিয়া পাও বলেছেন , দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক উন্নত হওয়ার প্রবণতা সন্তোষজনক । পাকিস্তান সরকার নিজের জাতীয় স্বার্থ ও বাস্তব অবস্থা অনুযায়ী নিরাপত্তা ও উন্নয়নের যে বিশেষ নীতি প্রনয়ণ ও কার্যকর করছে চীন তাকে সমর্থন করে । সি আর আই সংবাদদাতা এ খবর জানিয়েছেন ।

পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন , চীন জলসেচ, জলবিদ্যুত,কৃষি , মত্স্য , সড়কপথ , রেলপথ অর্থ প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোহিতা জোরদার এবং শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দু'দেশের আদান প্রদান বাড়াতে আগ্রহী ।

প্রধান মন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন , দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা পাকিস্তান সরকারের আছে। পাকিস্তান তাইওয়ান সমস্যা সম্পর্কে চীনের অবস্থান এবং তিববত ও সিনচিয়াংয়ে চীন সরকারের গৃহীত পদক্ষেপকে দৃঢ়ভাবে সর্মথন করে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China