v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক কপিরাইট সহযোগিতায় অংশ নিচ্ছে
2009-10-15 20:37:58
চীন ৩০ বছরেরও কম সময়ের মধ্যেঅপেক্ষাকৃত পরিপূর্ণ কপিরাইট আইন রক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে । এর মধ্যে রয়েছে" কম্পিউটার সফটওয়্যার রক্ষা সম্পর্কিত নিয়ম " এবং " তথ্য নেটওয়ার্ক প্রচারের অধিকার সম্পর্কিত নিয়ম "সহ নতুন প্রযুক্তিগত পরিবেশে কপিরাইট রক্ষা সম্পর্কিত সংশ্লিষ্ট আইনবিধি । এ বছর চীন প্রথমবারের মতো প্রধান অতিথি রাষ্ট্র হিসেবে বিশ্বের বৃহত্তম বই মেলা ---ফ্রান্কোফ আন্তর্জাতিক বই মেলায় অংশ নিচ্ছে ।

১৯৮০ সালে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক কপিরাইট সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । কিন্তু চীন যুক্তরাষ্ট্রকে কপিরাইট কর দেয়নি বরং পরামর্শ ফি দিয়েছে । ১৯৮৩ সালে চীনের প্রকাশনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত কপিরাইট কর দেয়ার ব্যবস্থা নিয়ে বিদেশী সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কপিরাইট সহযোগিতা শুরু করেছে । এ পর্যন্ত চীন বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের সঙ্গে বই ও কপিরাইড বিনিময় করছে । ৩৫টি দেশের সঙ্গে পরস্পরের শ্রেষ্ঠ রচনা অনুবাদ করার চুক্তি স্বাক্ষর করেছে এবং ই ইউ , জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিয়মিত সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ।

চীনের তথ্য প্রকাশনা প্রশাসনের উপ মহা পরিচালক উ শুলিন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করা চীনের প্রকাশনা শিল্পের নীতি ও দিক । তিনি বলেন, চীন সরকার সবসময় আন্তর্জাতিক প্রকাশনা শিল্পের সঙ্গে বিনিময়ে গুরুত্ব দেয় । কারণ আমরা উপলব্ধি করেছি যে , চীনের প্রকাশনা শিল্পের আরও দ্রুত উন্নয়ন হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আন্তর্জাতিক ক্ষেত্রের কর্মীদের সমর্থন এবং আন্তর্জাতিক ক্ষেত্রেরপ্রতিটি বিখ্যাত কোম্পানির ভাল অভিজ্ঞতা দরকার । আমি মনে করি , আমরা গত ৩০ বছরের কাজের ভিত্তিতে আন্তর্জাতিক প্রকাশনা শিল্পের সঙ্গেবিনিময় আরও জোরদার করব । এ ক্ষেত্রে চীনের এবং বিশ্বের প্রকাশনা কর্মীদের করার অনেক কাজ আছে । সব প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠানকে এসব কাজ করার সময় এ সব কাজকে একটি শিল্পে এবং একটি মুনাফা হবে এমন একটি কাজে পরিণত করতে হবে । এমনি করলেই কেবল চীনের প্রকাশনা শিল্প বিশ্বে স্থান পাবে ।

অধিক থেকে অধিকতর আন্তর্জাতিক কপিরাইট সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা শুরু করেছে । কিছু দিন আগে দক্ষিণ কোরিয়ার কপিরাইট কমিটি চীনের কপিরাইট রক্ষা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । চুক্তি অনুযায়ী দুপক্ষ বই , সঙ্গীত , চলচ্চিত্র, টিভিনাটক , কার্টুন, নেটগেম এবং সফটওয়্যারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে । দক্ষিণ কোরিয়ার কপিরাইট কমিটির চেয়ারম্যান লি বো কিয়ং বলেন , কপিরাইট রক্ষার পৃষ্ঠপোষকতা না থাকলে সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন ও রক্ষা সহজে বাস্তবায়ন সম্ভব হবে না । চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বিরামহীন জোরদারের সঙ্গে সঙ্গে ২০০৬ সালে পেইচিংয়ে দক্ষিণ কোরিয়ার কপিরাইড কমিটির কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং চীনের কপিরাইট রক্ষা কেন্দ্রের সঙ্গে সহযোগিতার সু-সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ।

এ বছর চীন প্রথমবারের মতো প্রধান অতিথি রাষ্ট্র হিসেবে ফ্রান্কফ আন্তর্জাতিক বই মেলায় গত ৬০ বছরে বৃহত্তম প্রদর্শনী দল পাঠিয়েছে । আনহু প্রকাশনা গ্রুপ কোম্পানির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের চু ছাংআই বলেন , দীর্ঘদিনের আন্তর্জাতিক বিনিময় বই মেলার কপিরাইট আলোচনার জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে । এ বছর বিভিন্ন দেশের অতিথিরা আনহুই প্রকাশনা গ্রুপ কোম্পানিতে এসে পরিদর্শন এবং আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন । আমাদের মধ্যে বেশ কিছু সহযোগিতাচুক্তি সম্পাদন করা হয়েছে । আমাদের রপ্তানি কিছুটা বেড়েছে । আমরা আমদানি জোরদার করব ।

আন্তর্জাতিক বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস চেয়ারম্যান সি চিনপিং ভাষণে বলেছেন , চীনের প্রকাশনা মহল এবং বিভিন্ন দেশের প্রকাশনামহলের বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি প্রতিক্ষায় আছেন । চীন সরকারের মেধা স্বত্ব রক্ষার মৌলিক রাষ্ট্রীয় নীতি এবং মেধা স্বত্ব রক্ষার মাত্রা জোরদার আন্তর্জাতিক প্রকাশনা মহলের স্বীকৃতি পেয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China