v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আফগানিস্তান যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করবে বলে চীনের আশাবাদ
2009-10-16 17:51:10

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা চাও সু ১৫ অক্টোবর অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন আশা করে, আফগানিস্তান যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করবে।

স্বাগতিক দেশের একজন অতিথি হিসেবে আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ করিম খলিলি ১৪ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর অষ্টম প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেন। মা চাও সু বলেন, সম্মেলনচলাকালে বিশেষ করে দ্বিপাক্ষিক বৈঠককালে দু'পক্ষ আফগানিস্তানের পরিস্থিতি ও সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তিনি বলেন, আফগানিস্তান হচ্ছে চীনের একটি গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী দেশ। চীনসহ সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো সবসময়ই আফগানিস্তান পরিস্থিতির উন্নয়নের ওপর বেশ গুরুত্ব আরোপ করছে। তারা নিজস্ব উপায়ে আফগানিস্তানের শান্তি পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।---ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China