v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আন্তর্জাতিক দুর্যোগ প্রতিরোধ দিবস পালিত
2009-10-15 20:38:01
১৪ অক্টোবর ২০তম “ আন্তর্জাতিক দুর্যোগ বিমোচন দিবস”। হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ পরবর্তী হাসপাতলের কায়কারিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ বছরের প্রতিপাদ্য হল “ দুর্যোগ হাসপাতল থেকে দূরে থাকুক”। জাতিসংঘের কর্মকর্তারা পর পর বিভিন্ন দেশকে এর জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন । সে দিন জাতিসংঘ মহা সচিব বান কিউ মুন এক বিবৃতিতে বিভিন্ন দেশের সরকার ও সকল নীতি-নির্ধারকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাসপাতলের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘটার সময় হাসপাতল এমন একটি স্থাপনা যা না থাকা একেবারে চলবে না। যদি দুর্যোগে হাসপাতল গুরতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে জীবন বাঁচানোর কাজ সাংক্ষাতিকভাবে বিঘ্নিত হয়। সুতরাং হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনাগুলো স্থানীয় অঞ্চলের বিভিন্ন বিপদ অবস্থা সঠিকভাবে প্রতিরোধ করতে পারে। নাকশা, নির্মান ও সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের মুখে চিকিত্সা কর্মচারি ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ১৪ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ বিমোচন ও কৌশল সচিবালয়ের প্রকাশিত এক তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড়, ভুমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ আসার সময় হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনাগুলোর ভূমিকা অদ্বিতীয়। কিন্তু নাকশা ও কার্যকারিতার ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা বিবেচিত না হওয়ায় অনেক হাসপাতল দুর্যোগে গুরুতর আকারের ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে ৪৯টি স্বল্পোন্ন দেশে কমপক্ষে ৯০ হাজার হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনার মধ্যে বেশির ভাগ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে পারে। মহা সচিব বান কিউ মুন জোর দিয়ে বলেন,সাম্প্রিতক বছরগুলোতে জলবায়ুজনিত দুর্যোগ বেড়েছে। সুতরাং হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনার কার্যকারিতা নিশ্চিত করা এবং দুর্যোগ ঘটার পর হাসপাতল ও স্বাস্থ্য স্থাপনাগুলো ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পশ্চিম আফ্রিকার বুজিনাফাসোতে বন্যার কারণে রোগীরা রাজধানীর প্রধান প্রধান হাসপাতলগুলো থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এশিয়ার ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি হাসপাতল ভূমিকম্পে ধসে পড়েছে। যেখানে রোগী ও গৃহহারীদের আশ্রয় জায়গা সেখানে মানুষের মৃত্যু ঘটার জায়গায় পরিণত হয়েছে। ইউরোপের লাখুয়েইলায় একটি নবনির্মিত হাসপাতল ভূমিকম্পে পুরোপুরি বিধ্বংসিত হয়েছে। এসব বাস্তবতা থেকে সাব্যস্ত হয়েছে যে , উন্নত দেশগুলোর স্বাস্থ্য সেবা ব্যবস্থাগুলোও বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছে। মহা সচিব বান কিউ মুন বিশেষভাবে উল্লেখ করেছেন, বতর্মানে জাতিসংঘের ব্যবস্থার উত্থাপিত” নিরাপত্তা হাসপাতাল” কর্মসূচী মানে বাস্তব পদক্ষেপে হাসপাতলের নিরাপত্তা জোরদার করা। “এ কর্মসূচী বিশ্বজুড়ে চালু হওয়ার প্রক্রিয়ায় এ বছরের “ আন্তর্জাতিক দুর্যোগ প্রতিরোধ দিবস” পালিত হয়। জাতিসংঘের দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহকারী মহাসচিব মারগারেটা ওয়াহলস্ট্রোম বলেছেন, এই কর্মসূচী চালু হওয়ার পর থেকে অনেক ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। তবে হাসপাতালের দুর্যোগ প্রতিরোধের সামর্থ্য বাড়ানোর জন্য আরও বেশী অর্থ বরাদ্দ করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন দেশের নবনির্মিত সকল স্বাস্থ্য স্থাপনার প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিভিন্ন দেশের সরকারের বতর্মান স্বাস্থ্য সংস্থাগুলোর নিরাপত্তার ব্যবস্থাগুলোর মূল্যায়ন করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালকের সহকারী এলিক লারোসে বলেছেন, হাসপাতালের দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনের সামর্থ্য জোরদার করা হচ্ছে ভবিষ্যতে মানবিক কর্মসূচী ও চিকিত্সা স্থাপনা নির্মান ক্ষেত্রের প্রধান দিকস্থিতি।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China