![]( /mmsource/images/2009/10/14/2dd2d82fddfc42e4acd2956a96dc3038.gif) সাংহাই সহযোগিতা সংস্থা এস.সি.ও'র সদস্য দেশের অষ্টম প্রধানমন্ত্রী সম্মেলন ১৪ অক্টোবর পেইচিং-এ অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলনে সভাপতিত্ব করেন।
![]( /mmsource/images/2009/10/14/b5a82773efe44619bdb0540b2da6fec5.gif)
সকাল ৯টি ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ওয়েন মহা গণ ভবনের উত্তর হলে রাশিয়া, কাজাখস্তান, কিরগিস্তান, তাজাকিস্তান ও উজবেকিস্তানের প্রধানমন্ত্রীদের অভ্যর্থনা জানান। এরপর ছ'দেশের প্রধানমন্ত্রীরা এক ঘন্টাব্যাপী একান্ত বৈঠক করার পর পর্যবেক্ষক দেশ মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান, ভারত এবং স্বাগতিক দেশের অতিথি আফগানিস্তানের নেতাদের সঙ্গে বড় পরিসরে বৈঠক করেছেন। অংশগ্রহণকারী নেতারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি এক সাথে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করবেন।
খোং চিয়া চিয়া |