v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দুদেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়নে বলিষ্ঠ সমর্থন যোগাবে--চিয়াং ই
2009-10-14 21:27:41
১৩ অক্টোরব চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এবং সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্রদিমির পুটিনের মধ্যে ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে । দুপক্ষের মধ্যে জ্বালানী সম্পদ, বিদ্যুত উত্পাদন, রেলপথ, মহাশূন্য প্রকৌশলএবং মানবিকসহ বিভিন্ন ক্ষেত্রে বেশকিছু সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে । চীনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরামনে করেন , প্রধানমন্ত্রী পুটিনের এবারের চীন সফর দুদেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন ক্ষেত্রে সম্প্রসারিত করেছে । পক্ষান্তরে দুদেশের ক্রমাগত নিবিড় ও পরিপক্ক অর্থনৈতিক যোগাযোগ দুদেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে আরও বলিষ্ঠ সমর্থন যোগাবে ।

প্রধানমন্ত্রী পুটিনের চীন সফর কালে দুদেশের মধ্যে প্রাকৃতিক গ্যাস সহযোগিতা সম্পর্কে সংশ্লিষ্ট চুক্তি ও স্মারকলিপিসহ ১২টি সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর রাশিয়া, পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া গবেষণালয়ের গবেষক চিয়াং ই মনে বলেন, দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এক নতুন ক্ষেত্র এবং এক নতুন পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে । দুপক্ষ ধারাবাহিক চুক্তির মাধ্যমে প্রমান করেছে যে, দুপক্ষ পারস্পরিক অর্থবিনিয়োগ তরান্বিত করছে এবং জ্বালানী ক্ষেত্রের সহযোগিতা এবং কিছু কিছু প্রকল্পের সহযোগিতা জোরদার করছে । পণ্যবাণিজ্য ছাড়াও শ্রম ও প্রকৌশল সহযোগিতার ক্ষেত্রেএক নতুন পদক্ষেপ নিয়েছে ।

দুদেশের জ্বালানী সহযোগিতা জোরদার করা পুটিনের এবারের চীন সফরের একটি প্রধান লক্ষ্য। চিয়াং ই মনে করেন , দুদেশের মধ্যে জ্বালানী সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রমান করে যে , দুদেশের জ্বালানী সহযোগিতা অতীতের জ্বালানী কেনাবেচা থেকে সার্বিকক্ষেত্রের উন্নয়নে মোড় নেবে ।

রাশিয়ায় দ্রুতগামী রেলপথ নির্মানে চীনের অংশগ্রহণ পুটিনের এবার চীন সফরের আরেকটি আকর্ষণীয় নতুন সহযোগিতা। চিয়াং ই বলেন, চীনের দ্রুতগামী রেলপথ প্রকৌশল নির্দিষ্ট মানে পৌঁছেছে এবং প্রকল্পটি চীন ও রাশিয়ার জন্য আরও ব্যাপক স্বার্থ বয়ে আনবে বলে চীন রাশিয়ার দ্রুতগামী রেলপথ নির্মানে অংশগ্রহণ করতে পেরেছে ।

১৯৯২ সালের পর চীন ও রাশিয়া " পরস্পরকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে গ্রহণ" থেকে " গঠনমূলক অংশিদারিত্বের সম্পর্ক" প্রতিষ্ঠা , " কৌশলগত সহযোগিতার অংশিদারিত্বের সম্পর্ক" গড়ে তোলাএবং ২০০১ সালে " চীন গণ প্রজাতন্ত্র ও রাশিয়া ফেডারেশনের মধ্যে সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করা পর্যন্ত দুদেশের সম্পর্ক ক্রমাগত পরিপক্ক ও স্থিতিশীল হয়েছে । এ সম্পর্ক বর্তমান বিশ্বে সবচেয়ে তত্পর ও প্রভাবশালী দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম । যা বড় দেশ সম্পর্কের আদর্শ বলে আখ্যায়িত হয়েছে । চিয়াং ই মনে করেন, রাজনৈতিক সম্পর্কের দ্রুত উন্নয়নের তুলনায় চীন ও রাশিয়ার আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন অপেক্ষাকৃত মন্থর । ২০০৮ সালে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের লেনদেনছিল ৫৬.৮৩ বিলিয়ন মার্কিন ডলার । যা দুদেশের অর্থনৈতিকও রাজনৈতিক ক্ষেত্রেরঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে খাপখায় না ।

চিয়াং ই বলেন, পুটিনের চীন সফর প্রমান করবে , চীন ও রাশিয়া দুপক্ষের অর্থনৈতিক সহযোগিতা উন্নত করার আপ্রাণ চেষ্টা করছে । যাতে রাজনৈতিক সম্পর্কের উন্নয়নে আরও সুবিধাজনক সমর্থন যোগানো যায় ।

সবাই লক্ষ্য করেছেন যে, পুটিনের এবারের চীন সফর ব্যাপক দেশিবিদেশী সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে । চিয়াং ই বলেন , বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ছাঁচে বিরাট পরিবর্তন হচ্ছে । দুটি বড় দেশ হিসেবে চীন ও রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দিনদিন নিবিড় হচ্ছে । এটা অবশ্যই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China