v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের মধ্য শারদীয় উত্সব
2009-10-14 21:27:05
প্রিয় শ্রোতাবন্ধরা, এতক্ষণ গল্পের ঝুলির একটি গল্প শুনলেন। সবার জন্য এতে কোন লাভ হয়েছে কি? এখন আপনাদের জন্য রয়েছে আজকের সংস্কৃতির সাধারণ জ্ঞান।

গত ৩ অক্টোবর উদযাপিত হয়েছে চীনের মধ্য শারদীয় উত্সব। আজকের এ অনুষ্ঠানে আপনাদেরকে চীনের এ উত্সবের কথা জানাবো।

চীনের চান্দ্র বর্ষের অষ্টম মাসের ১৫তম দিন চীনের মধ্য-শরত উত্সব । জানা গেছে , বছরের বারো মাসই সেই দিনই আকাশের চাঁদ সবচেয়ে গোল হয়। যাকে বলা হয় পূর্ণিমা। মধ্যশরত উত্সবের রাত্রে আকাশের গোল চাঁদ দেখার সংগে সংগে ইউয়ে পিং নামে এক ধরনের কেক খাওয়ার মধ্য দিয়ে শরত উত্সব উদযাপনের রীতি প্রচলিত আছে । ইউয়ে পিং অর্থাত মুনকেক হলো নানা রকম সুস্বাদু পুর দেয়া এক ধরনের গোল কেক । মুনকেকের উপরে অলীক কাহিনীর ছবি আঁকা হয়।

  মধ্য শরত উত্সবের রাতে পরিবারের সব সদস্য এক সাথে মিলে আকাশের চাঁদ দেখেন এবং মুনকেক ও ফলমুল খান । এই উত্সব সম্মিলনীর দিন , সেই দিন বাইরে থাকা পরিবার পরিজন বাড়িতে ফিরে সবার সংগে মিলিত হওয়ার চেষ্টা করেন। সে জন্য মধ্য শারদীয় উত্সবকে আবারও পুনর্মিলন দিবস নাম রাখা হয়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China