শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন গল্পের ঝুলি অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আমি তোং শি সিয়াও পিন শীর্ষক একটি গল্প শুনাবো। শুনুন তাহলে।
হাজার হাজার বছর আগে চীনের ইয়ো রাজবংশে একজন সুন্দরী ছিলেন। তার নাম সি শি। সি শি হৃদয়ে সব সময় ব্যথা অনুভব করতেন। ব্যথা হওয়া সময় সি শি তার বুকে নিজের হাত রাখেন এবং ভ্রকুটি করে থাকতেন। অন্যরা তাঁর এ অবস্থা দেখে মনে করতেন যে, সাধারণ অবস্থার চেয়ে এ অবস্থায় তাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে।
সি শি'র প্রতিবেশী অসুন্দর একটি মেয়ে ছিল। তার নাম তোং শি। সি শি'র অসুস্থ অবস্থায় তাকে আরও সুন্দর দেখা যাওয়ার কারণে তোং শিও সি শি'র মতো অসুস্থতার ভান করতো। আসলে তোং শি অসুস্থ ছিল না। কিন্তু সেও বুকে নিজের হাত রেখে সি শি'র মতো ভ্রকুটি করতো। তখন সে মনে করতো, সে সি শি'র মতো দেখতে সুন্দর হয়েছে। কিস্তু অন্যরা তোং সি'র কৃত্রিম অসুস্থ অবস্থা দেখে তাকে আরও অসুন্দর মনে করতেন।
এ গল্প থেকে আমরা এটাই শিখতে পেরেছি যে, নিজের বৈশিষ্ট উপেক্ষা করে যে পুরোপুরি অন্যদের মতো কর্মকান্ড করে, তার মধ্যে পরিপক্কতার অভাব রয়েছে।
|