v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনাদের রুশ গান গাওয়ার প্রতিযোগিতা
2009-10-14 17:11:51
বন্ধুরা, ১৩ অক্টোবর সন্ধ্যায় পেইচিংয়ে চীন আন্তর্জাতিক বেতারের উদ্যাগো আয়োজিত “ চীনাদের রুশ গান গাওয়া” প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন এবং চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত “ রাশিয়া বর্ষের” সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এবং রাশিয়ার প্রধান মন্ত্রী ভ্লদিমির পুটিন দু’টো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দু’দেশের শিল্পীদের পরিবেশনা উপভোগ করার পাশাপাশি দুই প্রধান মন্ত্রী মিলিতভাবে গত ৬০ বছরে দু’দেশের অতিক্রম-করা অসাধারন অভিজ্ঞতার পর্যালোচনা করেছেন। দুই নেতা মনে করেন, প্রতিবেশী দেশ , জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুটো বৃহত দেশ হিসেবে চীন ও রাশিয়ার উচিত ক্রমাগত পারষ্পরিক আস্থা জোরদার করা, সহযোগিতা গভীরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐতিহ্যবাহী মৈত্রী সম্প্রসারিত করা। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। “চীনাদের রুশ গান গাওয়া” প্রতিযোগিতায় স্বর্ণ পদক বিজয়ী ২৫ বছর বয়স্ক গুয়াংসী যুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের যুবক ওয়াং সিও নিন সমাপনী অনুষ্ঠানে চীন ও রাশিয়ার বিভিন্ন মহলের তিন হাজারেরও বেশী মৈত্রী ব্যক্তির সামনে একটি রুশ গান গেয়েছেন। তিনি প্রধান মন্ত্রী পুটিনের হাত থেকে পরুস্কার পেয়েছেন। পরুস্কার বিতরনের সময় পুটিন “অত্যন্ত খুশি” তার মনের আবেগ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমার মনে যে বিশেষ ছাপ ফেলেছে তা হল, রাশিয়ার সংস্কৃতির ওপর ভিন্ন বয়স ও যুগের চীনাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। আমি লক্ষ্য করেছি , অনেক যুবক-যুবতী এবারের “চীনাদের রুশ গান গাওয়ার” প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তা দেখে আমি অত্যন্ত আনন্দিত । চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও মনে করেন, “ চীনাদের রুশ গান গাওয়ার” মতো সাংস্কৃতিক তত্পরতা দু’দেশের জনগণের হৃদয়ের মধ্যে যোগাযোগের ভূমিকা পালন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক অবিরামভাবে বিকশিত হবে। তিনি বলেন, চীন ও রাশিয়া দু’টি সুদীর্ঘ ইতিহাসসম্পন্ন মহান দেশ। দু’দেশের সম্পর্কের মূল দু’দেশের জনগনের হৃদয়ে রয়েছে। সুতরাং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভাষা দিয়ে দু’দেশের জনগণের চিন্তাধারা ও সংস্কৃতির বিনিময় তরান্বিত করেছেন। এবারের গান গাওয়া প্রতিযোগিতা চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ছ’মাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতার সংগঠক কমিটির অফিসের পরিচালক ইন লি বলেছেন, এ বছর হল চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। আন্তর্জাতিক তথ্য মাধ্যম হিসেবে চীন আন্তর্জাতিক বেতারের এ ধরনের কর্মসূচি আয়োজনের দায়িত্ব রয়েছে। এবারের রুশ গান গাওয়া অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের মধ্যে পারষ্পরিক সমঝোতা জোরদার হয়েছে। আজ আমাদের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও তাঁর ভাষণে দু’দেশের মৈত্রীর প্রশংসা করেছেন। তিনি বলেন, বতর্মানে চীন ও রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভাল সময়পর্বে রয়েছে এবং আরও উচ্চ পর্যায়ে উপনীত হচ্ছে। আমাদের উচিত পারষ্পরিক সম্মান প্রদশনের ভিত্তিতে দু’দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র হিসেবে দু’দেশের বিশ্ব শান্তির জন্য আরও বেশী অবদান রাখা উচিত।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China