১৩ অক্টোবর বিকেলে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ের মহা গণ ভবনের পূর্ব দিকের মহাচত্বরে সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের জন্য জাঁকজমকপূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।এখন শুনুন এ সম্পর্কে আমাদের চীন আন্তর্জাতিক বেতারের একজন নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি রেকর্ডিং ভিত্তিক রিপোর্ট
" বিকেল সাড়ে তিন'টায় প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও মহা গণ ভবনের পূর্ব দিকের মহাচত্বরে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মুখোমুখী হয়েছেন। মহাচত্বরে পর্যায়ক্রমে রাশিয়া ও চীনের জাতীয় সংগীত বেজে ওঠে। এর পর প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র সাথে পুতিন চীনা গণ মুক্তি ফৌজের গার্ড অব অনার পরিদর্শন করেন।
সম্বর্ধনা অনুষ্ঠানের পর, ওয়েন চিয়া পাও ও পুতিন যৌথভাবে চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীর ১৪তম নির্ধারিত বৈঠক করেন। এ ব্যবস্থা হচ্ছে চীনের বৈদেশিক সহযোগিতার ব্যাপক দিক থেকে একটি সর্বোচ্চ এবং গঠনের কাঠামোর দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ পরামর্শ ব্যবস্থা। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এবারের নিয়মিত বৈঠক চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়ন, দু'দেশের বাস্তব সহযোগিতা গভীর করে তোলা, আরও সুষ্ঠুভাবে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা , স্বদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত এবং বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ তাত্পর্য বহন করে। ----ওয়াং হাইমান |