v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলা উল্টো গণনার ২০০ দিনে প্রবেশ
2009-10-13 20:49:47
মনোযোগের সঙ্গে৭ বছর প্রস্তুতি চালানোর পর ২০১০ সালে সাংহাই বিশ্ব মেলার প্রস্তুতিমূলক কাজ সার্বিকভাবেশেষ পর্যায়ে প্রবেশ করেছে । ১৩ অক্টোবর সাংহাই বিশ্ব মেলার উল্টো গণনার ২০০ দিন উপলক্ষে সাংহাই শহরে " বিশ্ব মেলায় প্রবেশ" শিরোনামে একটি বিরাটাকার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এর পাশাপাশি " সবুজ যাত্রা", "মোবাইল ফোন টিকিট বিক্রি"সহ তত্পরতা শুরু হয়েছে । মেলার উদ্যোক্তা পক্ষ বলেছে, চীন বিশ্বের জন্য একটি সফল, চমত্কার ও স্মরণীয় মেলা আয়োজন করার চেষ্টা চালাবে ।

বিশ্ব মেলা উদ্যানের বুনিয়াদী ব্যবস্থার নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে। তার পর প্রধান কাজ হবে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে যার যার প্রদর্শনী ভবন সাজাতে স্বাগত জানানো । বিভিন্ন প্রদেশ ও শহরসহ চীনা ভবনের সাজানোরকাজ ১ নভেম্বর শুরু হবে । আমরা সব অংশগ্রহণকারীকে উচ্চমানের সেবাদান করব ।

সাংহাই শহরের স্থায়ীভাইস মেয়র , বিশ্বমেলার নির্বাহী কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান ইয়াং স্যুং একথা বলেছেন । তিনি জানান, সাংগঠনিক পক্ষের উদ্যোগে নির্মান করা স্থায়ী ও অস্থায়ী ভবনের নির্মান কাজ সম্পন্ন হবে । এ পর্যন্ত ৪২টি দেশের মধ্যে ৩৮টি দেশের প্রদর্শনী ভবন নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এর মধ্যে ২০টির নির্মান কাজ এ বছরের শেষ দিকে সম্পন্ন হবে ।

যুক্তরাষ্ট্রের জিম থম্পসন বিশ্ব পর্যটন সাংবাদিক সমিতির সদস্য । এক বছর আগে তিনি বিশ্বমেলা উদ্যানে সাক্ষাত্কার নিয়েছিলেন । এক বছর পর তিনি লক্ষ্য করেছেন , " বিষ্ময়" শব্দটি দিয়ে এখানকার পরিবর্তন বর্ণনা করা যায় । তিনি বলেন , আমি বিষ্মিত হয়েছি । এক বছর আগে আমি এসেছিলাম । তখন এখানে কিছুই ছিল না । কিন্তু মাত্র এক বছর পর এখানে আকাশ-পাতাল পরিবর্তনহয়েছে । এটা সত্যিই একটি বিষ্ময়কর ঘটনা । উল্লেখ করা যেতে পারে যে, চীনা ভবনের নির্মান আমার মনে গভীর দাগ কেটেছে । আগামী বছর আমি আবার আসব ।

বিশ্বমেলা এই প্রথমবারের মতো উন্নয়নশীল একটি দেশে অনুষ্ঠিত হচ্ছে । এ পর্যন্ত মোট ১৯২টি দেশ ও ৫০টি আন্তর্জাতিক সংস্থা মেলায় অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত করেছে ।

বিশ্বমেলা ঘনিয়ে আসার পাশাপাশি সাংহাই প্রস্তুতিমূলক কাজ থেকে ব্যবস্থাপনা ও চালুর কাজ শুরু করেছে । এখন গুরুত্বপূর্ণ কাজ হবে পর্যটকদের অভ্যর্থনা ও সেবাদান করা । সংশ্লিষ্ট বিভাগ বিশ্ব মেলার নিরাপত্তা রক্ষা , যাতায়াত ও পরিবহনের ব্যবস্থা করা, খাদ্য নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের সংগঠন করা , পর্যটক অভ্যর্থনা করার পরিকল্পনা প্রণয়ন করছে ।

সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর মহা পরিচালক হোং হাও বলেন , বিশ্বমেলায়বিদেশী পর্যটকের আগমন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গবেষণা করছি এবং কিছু পরিকল্পনা তৈরী করছি । যেমন বিদেশী পর্যটকের জন্য ভিসা সহ ধারাবাহিক সুবিধানজনক ব্যবস্থা সৃষ্টি করা । এক কথায় আমরা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের বিশ্বমেলায় আসতে স্বাগত জানাই ।

স্বেচ্ছাসেবক নিয়োগ করার কাজ ১ মে শুরু হয়েছে । এ পর্যন্ত ৮৩টি দেশ ও অঞ্চলের ১৫০০জনসহ মোট ৪ লাখ ২০ হাজার জন নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । হুয়াতুং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী লিউ ই বিশ্বমেলার একজন স্বেচ্ছাসেবক হতে আগ্রহী । সাংহাই বিশ্বমেলার উল্টোগণনার ২০০ দিনে তিনি বৃষ্টিতে ভিজে " বিশ্বমেলায় প্রবেশ" শিরোনামে প্রদর্শনী পরিদর্শন করেছেন । তিনি বলেন, আমি সাংহাই এবং মাতৃভূমির জন্য কিছু করতে চাই । নিজের বহুমুখী গুণগতমান উন্নত করার জন্য আমি স্বেচ্ছাসেবক হতে চাই । বিশ্বমেলার একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমাকে বিশ্বমেলা সম্পর্কে জ্ঞান এবং নিজের ইংরেজীর মান উন্নত করতে হবে । আমি বিশ্বমেলার জন্য সত্যি সত্যিই কিছু বাস্তব কাজ করার চেষ্টা করব ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China