v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভারতে সরাসরি বিদেশী পুঁজি বিনিয়োগের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি
2009-10-14 19:52:54
ভারতের রিজার্ভ ব্যাংক সূত্রের খবরে জানা গেছে, গত আগস্ট মাসে ভারতে সরাসর বিদেশী পুঁজি বিনিয়োগের পরিমাণ ৩২৭ কোটি মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

ভারতের রিজার্ভ ব্যাংকের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত এপ্রিল থেকে আগস্ট বা চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ভারতে ১৪১.৪ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি বিদেশী পুঁজি বিনিয়োগ হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩.৪৩ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করেন, সম্প্রতি বৈদেশিক পুঁজির ব্যাপক বৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে যে, ভারতের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগকারীরা আশাবাদী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতে সরাসরি বিদেশী পুঁজি বিনিয়োগের পরিমাণ দ্রুত অব্যাহতভাবে বাড়বে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি নয়াদিল্লিতে এক অর্থনৈতিক সম্মেলনে বলেছেন, ভারতের অর্থনীতিতে বিশ্বের আর্থিক সংকটের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাস বা গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ৬.১ শতাংশে দাঁড়িয়েছে। তাতে বৃদ্ধির প্রবণতা স্পষ্ট দেখানো হয়েছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China