v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের নমনীয় শক্তি বাড়ানোর নীতি নিজের শান্তিপূর্ণ উন্নয়নের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করবে
2009-10-12 21:31:12
    কিছু দিন আগে অষ্ট্রেলিয়ায় সি আর আই সংবাদদাতা চীনে অষ্ট্রেলিয়ার প্রথম রাষ্ট্রদূত স্টিফেন ফিটসজার ল্যান্ডের একটি সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে তিনি চীনের নমনীয় শক্তি বাড়ানোর প্রচেষ্টা সম্পর্কে বক্তব্য রাখেন । আজকের অনুষ্ঠানে এ সাক্ষাত্কার সম্পর্কিত একটি প্রতিবেদন পরিবেশন করছি আমি ফোং সিউ ছিয়েন ।

    যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জোসেফ নিয়ে সর্বপ্রথম নমনীয় শক্তির কথা উল্লেখ করেছেন । তার মতে একটি দেশের শক্তি ও সামর্থ্যের মধ্যে যেমন অর্থনীতি , বিজ্ঞান ও প্রতিরক্ষা ক্ষেত্রের সামর্থ্য থাকতে হবে ,তেমনি সংস্কৃতি , মূলবোধ ,সামাজিক ব্যবস্থা , উন্নয়নের পদ্ধতি ও জীবনযাত্রার প্রণালীর ক্ষেত্রের নমনীয় শক্তিও অত্যন্ত প্রয়োজনীয় । সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে চীনের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের অবস্থানও দিন দিন উন্নত হচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশ চীনের উন্নয়নের ওপর নিবিড় দৃষ্টি রাখছে । কিছু পাশ্চাত্য দেশগুলো চীনের হুমকির ধারণা প্রচার করছে । এ প্রসঙ্গে অষ্ট্রেলিয়ার প্রখ্যাত চীন সম্পর্কিত বিশেষজ্ঞ , চীনে নিযুক্ত অষ্ট্রেলিয়ার প্রথম রাষ্ট্রদূত স্টিফেন ফিটসজারল্যাল্ড মনে করেন ,চীনের নিজের নমনীয় শক্তি বাড়ানোর প্রচেষ্টা অন্য দেশের সংশয় দূর করতে এবং নিজের শান্তিপূর্ণ উন্নয়নের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করে ।

    ফিটসজারাল্ড মনে করেন , চীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ এবং ধাপে ধাপে বিশ্বের একটি বড় দেশে পরিণত হচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশই চীনের উন্নয়নের ওপর নিবিড় দৃষ্টি রাখছে । তিনি বলেন , কিছু কিছু মানুষ মনে করেন সব দেশ যথেষ্ট শক্তিশালী হওয়ার পর একই পদ্ধতিতে নিজের দাপট দেখাবে । আমি এ ধারণায় একমত হতে পারি না । আমি মনে করি একটি দেশের আচরণবিধি বহুলাংশে তার ইতিহাস ও সংস্কৃতির ওপর নির্ভরশীল । আমি বিশ্বাস করি আন্তর্জাতিক মঞ্চে চীনের চালচলনও নিজের ইতিহাস ও সংস্কৃতির প্রভাবের সঙ্গে সমন্বিত হবে । তিনি বলেন , বাস্তব অবস্থা প্রমাণ করেছে যে চীনের ওপর বিশ্বের বিভিন্ন দেশের মূল্যায়ন ইতিবাচক । আন্তর্জাতিক জনমত মনে করে চীন আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা পালন করছে , চীন হচ্ছে এশিয়া ও প্রশান্ত সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ শক্তি । ফিটসজারাল্ড বলেন ,শুধু এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই নয় , বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুপূর্ণ সম্পর্ক প্রসারের মাধ্যমে চীন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এক সক্রিয় শক্তি হিসেবে গঠনমূলক ভূমিকা নিচ্ছে । চীন জি -২০ গোষ্ঠীর সম্মেলনে অংশ নিয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা সংস্কারের প্রস্তাব পেশ করেছে ।

    ফিটসজারাল্ড মনে করেন , চীনের শান্তিপূর্ণ উন্নয়ন বিশ্বের অনেক দেশের প্রশংসা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো চীন নিজের অর্থনৈতিক ও সামরিক শক্তি দেখানোর পরিবর্তে নিজের নমনীয় শক্তি বাড়ানোর চেষ্টা করছে । এ ধরনের পদক্ষেপ কার্যকর ও বুদ্ধিসম্পন্ন । দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের প্রতিবেশী দেশগুলো চীনের এ নীতিকে সমর্থন করে । অষ্ট্রেলিয়াও চীনের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় । এ নীতি চীনের উন্নয়নকে সহায়তা করবে ।

    সম্প্রতি চীন ও অষ্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অষ্ট্রেলিয়ায় কনফুসিয়াস ইন্সটিটিউট এবং অষ্ট্রেলিয়ার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে । নমনীয় শক্তি বাড়ানোর এ ব্যবস্থা অষ্ট্রেলিয়ায় চীনা ভাষার সম্প্রসারণ করে চীনের প্রভাব বাড়িয়েছে এবং দুদেশের সাংস্কৃতিক বিনিময় তরান্বিত করেছে , ফলে অষ্ট্রেলিয়ায় চীনের প্রভাব বাড়বে । এর আগে অষ্ট্রেলিয়া প্রধানত ইংরাজী ভাষাভাষী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে , কারণ এ সব দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে অষ্ট্রেলিয়ার মিল বেশি । এ প্রসঙ্গে ফিটসজারাল্ড বলেন , অষ্ট্রেলিয়ায় চীনের প্রভাব ক্রমেই বাড়ছে । এটা অষ্ট্রেলিয়ার জন্য একটি চ্যালেঞ্জ । দুদেশের ভাষা , সংস্কৃতি ও ইতিহাস ভিন্ন , একটি অপরিচিত দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ করলে প্রথম দিকে অসুবিধা ও অসামঞ্জস্য দেখা দেবে। তবে ফিটসজারাল্ড মনে করেন ,চীনের নমনীয় শক্তি বাড়ানোর নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । চীনের এ নীতি অষ্ট্রেলিয়ার জনগণকে চীনকে জানতে ও ভালোবাসতে সাহায্য করবে । ধীরে ধীরে তারা বুঝতে পারবেন যে চীন শুধু অষ্ট্রেলিয়ার অর্থনৈতিক অংশীদার নয় , বরং আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা রক্ষার এক গুরুত্বপূর্ণ শক্তি । অষ্ট্রেলিয়ার জন্য চীনের উন্নয়ন সুযোগ ও চ্যালেঞ্জের , হুমকি নয়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China