চীনের জাতীয় গণ পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে ১২ অক্টোবর পেইচিংয়ে নেতৃত্বে নেপালের ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি'র (মাওবাদী) নেতা পুস্প কমল দাহাল প্রচন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করেছেন।
চিয়া ছিং লিন প্রথমে চীন ও নেপালের মধ্যকার সম্পর্কের ভূয়সী মূল্যায়ন করেন এবং চীনের মূলত স্বার্থ জড়িত বিষয়ে নেপালের দৃঢ় সমর্থনের জন্য প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য নেপালের বিভিন্ন পক্ষের প্রচেষ্টাকে চীন সমর্থন দিয়ে যাবে। দু'দেশের বাস্তব সহযোগিতা গভীর, পার্টির মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার এবং দু'দেশের সুপ্রতিবেশীর অংশদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নেয়ার জন্য চীন নেপালের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
পস্প কমল দাহাল প্রচন্দা বলেছেন, নেপালের ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি(মাওবাদী) চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের দীর্ঘ দিন ধরে স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনৈতিক নীতি পোষণ এবং ভূখন্ড ও সার্বভৌমত্ব রক্ষায় চীনের বিভিন্ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। নেপাল চীনের সঙ্গে দলের মধ্যে আদান-প্রদান, চীনের কমিউনিস্ট পার্টির প্রশাসন অভিজ্ঞতা গ্রহণ এবং দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী উন্নয়নের জন্য যৌথ অবদান রাখতে ইচ্ছুক। (ওয়াং তান হোং) |