v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অর্থনৈতিকও মানবিক সহযোগিতা জোরদার সাংহাই সহযোগিতা সংস্থার অষ্টম প্রধানমন্ত্রী সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে
2009-10-13 20:49:47
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর অষ্টম প্রধানমন্ত্রী সম্মেলন ১৪ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । এতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সভাপতিত্ব করবেন । ২০০৩ সালের পর চীন এ নিয়ে দ্বিতীয়বার সাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে । চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়াং কুয়াংইয়া সম্প্রতি জানিয়েছেন , আন্তর্জাতিক আর্থিক সংকটসহ বিশ্বব্যাপী এবং আঞ্চলিক চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার পটভূমিতে এবারের সম্মেলনে প্রধানত সদস্যদেশের মধ্যে অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ।

২০০১ সালের জুন মাসে প্রতিষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের মধ্যে রয়েছে চীন , রাশিয়া, কাজাকস্তান,কিরগিজস্তান , তাজিকিস্তান এবং উজবেকিস্তান । নিয়ম অনুযায়ী সদস্যদেশের প্রধানমন্ত্রীরা এবারের প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকবেন । এ ছাড়াও পর্যবেক্ষক দেশ হিসেবে মঙ্গোলিয়া, পাকিস্তান , ইরান, ভারত এবং অতিথি হিসেবে আফগানিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়ে সম্মেলনে উপস্থিত থাকবেন । চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়াং কুয়াংইয়া এক দেশিবিদেশী সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে আন্তর্জাতিক আর্থিক সংকটসহ বিশ্বব্যাপী ও আঞ্চলিক চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার পটভূমিতে সাংহাই সহযোগিতা সংস্থার অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং সংস্থাটির সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা ।

জানা গেছে , প্রধানমন্ত্রীরা সার্বিকভাবে গত বছর এস্টোনা প্রধানমন্ত্রী সম্মেলনের পর অর্থনীতি ও মানবিক ক্ষেত্রে সাংহাই সহযোগিতা সংস্থার সহযোগিতার অভিজ্ঞতার সারসংকলন করবেন এবং বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিশ্লেষণ করে কাজের পরিকল্পনা তৈরী করবেন । সম্মেলন শেষে যুক্ত ইস্তেহার প্রকাশিত হবে । এ সম্পর্কে চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর রাশিয়া , পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া গবেষণালয়ের গবেষক চিয়াং ই বলেন , গত এক বছরেরও বেশি সময়ে আন্তর্জাতিক আর্থিক সংকট সাংহাই সহযোগিতা সংস্থার সবক'টি সদস্যদেশের অর্থনীতির ওপর কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে । নিজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চাইলে অন্য দিক থেকে বলতে গেলে অর্থনীতির সমস্যার সমাধান করা নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি । চিয়াং ই বলেন , এক বছর ধরে সদস্যদেশের অর্থনৈতিক সহযোগিতায় ভাল প্রবণতা দেখা দিয়েছে । তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা জোরদারেসদস্যদেশগুলোর নতুন ও সক্রিয় তত্পরতা আমরা লক্ষ্য করেছি । প্রেসিডেন্ট হু চিনথাও ইয়েকাটরিনবার্গে বলেছিলেন , চীন সাংহাই সহযোগিতা সংস্থার ভেতরে বুনিয়াদী ব্যবস্থা নির্মান , জ্বালানী সম্পদ ক্ষেত্রে সহযোগিতা এবং ডিজিট্যাল তথ্য প্রকল্পের হাইটেক ক্ষেত্রের সহযোগিতাসহ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে । বহুপাক্ষিক সহযোগিতার ছাঁচ ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে ।

দুর্যোগ ত্রাণ, সংস্কৃতি , স্বাস্থ্য রক্ষা এবং পর্যটনসহ মানবিক ক্ষেত্রে সাংহাই সহযোগিতা সংস্থার ভেতরের সহযোগিতা ধাপেধাপে গভীরতর হয়েছে । অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থা নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতাকে উপেক্ষা করেনি । ওয়াং কুয়াংইয়া মনে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বেরবিভিন্ন দেশের সম্মুখীনএকটি প্রধান চ্যালেঞ্জ ও হুমকি । এটা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপরও একটি গুরুতর হুমকি । হাতে হাত রেখে আন্তর্জাতিক সন্ত্রাসবাদসহ তিনটি শক্তি দমন করা সবসময় সাংহাই সহযোগিতা সংস্থার গুরুত্বপূর্ণ কর্তব্য । এবারের প্রধানমন্ত্রীসম্মেলনে বিভিন্নপক্ষ যৌথভাবেসন্ত্রাসবাদ দমনের দৃঢ়সংকল্পজোরদার করবে বলে তিনি বিশ্বাস করেন । তিনি আরও জানান, পেইচিং অলিম্পিক গেমস চলাকালে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতায় সাফল্য অর্জিত হওয়ার পর সাংহাই বিশ্ব মেলা চলাকালে এ ক্ষেত্রে চীন এবং সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন সদস্যদেশের সহযোগিতা ইতোমধ্যে সার্বিকভাবে শুরু হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China