v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথসামরিক মহড়া শুরু
2009-10-12 21:30:16
ভারত ও যুক্তরাষ্ট্রের স্টলবাহিনীর যৌথ সামরিক মহড়া ১২ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের বাবিনায় শুরু হয়েছে। এটি হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর বৃহত্তম সামরিক মহড়া।

১৫দিনব্যাপী এ মহড়ায় যুক্তরাষ্ট্রের দু'শ সৈন্য ও ১৭টি স্ট্রাইকার ইনফ্যানট্রি আর্মারড ভেহিকেল অংশ গ্রহণ করেছে। মহড়ায় ভারতেরও সমান সংখ্যক যুদ্ধযান ও "নাগ" ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ নিজদের তৈরী অস্ত্র অংশ নিয়েছে। জানা গেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর যৌথ সামরিক মহড়ার ইতিহাসে এবারের সামরিক মহড়া বৃহত্তম। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ ছাড়া এ মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গ্রেট যুদ্ধগাড়ি স্ট্রাইকার ইনফ্যানট্রি আর্মারড ভেহিকেলের সংখ্যা সবচেয়ে বেশি।

মহড়ায় যুক্তরাষ্ট্রের কমান্ডার সেনচামিন মিক্সন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের লক্ষ্য হচ্ছে সামরিক মহড়ার মাধ্যমে যৌথভাবে সন্ত্রাস দমনের দক্ষতা উন্নয়ন করা। কিন্তু ভারতের জনমত অনুযায়ী এবারের সামরিক মহড়ার বাণিজ্যিক তাত্পর্য বেশি। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China