v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইউরোপ সফর
2009-10-12 13:45:28
বন্ধুরা, জর্মানি সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ১১ অক্টোবর বার্লিনে চীনের সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন। এই কেন্দ্রের বিভিন্ন কর্মসূচী শৃংখলবদ্ধভাবে চলছিল এবং পরিবেশ ছিল আন্তরিক। এখন বার্লিন থেকে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন শুনবেন। চীনের সাংস্কৃতিক কেন্দ্র বার্লিন শহরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত। প্যারিস, মাল্টার পর এটা হল ইউরোপের দেশগুলোতে চীনের স্থাপিত তৃতীয় সাংস্কৃতিক কেন্দ্র। ২০০৮ সালে এই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই কেন্দ্রে চীনা ভাষা শিক্ষা, সংস্কৃতিক, শিল্পকলাসহ নানা ধরনের প্রশিক্ষণ প্রকল্প আয়োজন করা হয়। এসব কর্মসূচীর মাধ্যমে জার্মানির জনসাধারণ চীনের সংস্কৃতি উপলব্ধি ও উপভোগ করতে সক্ষম হয়। সে দিন সাংস্কৃতিক কেন্দ্রের এক তলার বহুমুখী ঘরে চীনা-জার্মান সাহিত্য ফোরাম চলছিল। ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং চীন ও জার্মানির সাহিত্যকদের মধ্যে গিয়ে এক সঙ্গে দু’দেশের সাহিত্য নিয়ে আলোচনা করেছেন । জার্মান সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক স্মরণ করে সি চিন পিং বলেন, গড, হাইনিনসহ জার্মানির বিখ্যাত কবি চী্নাদের কাছে অপরিচিত নন।তিনি বলেন, ছোটবেলায় তিনি জার্মানির বেশ কয়েক জন লেখকের গল্প ও কবির কবিতা পড়েছেন। এখন পযর্ন্ত তাদের কথা তার মনে পড়ে। এখন অনেক চীনা সাহিত্য জার্মান ভাষায় অনুবাদন করা হয়েছে। তিনি বলেন, আজকের এই ফোরাম দেখে আমার মনে হয় যে, একটি প্লাটফোম হিসেবে এই সাংস্কৃতিক কেন্দ্র দু’দেশের সাহিত্যকর্ম বিনিময়ের জন্য অত্যন্ত তাত্পর্যসম্পন্ন। সাহিত্য বিনিময় সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্য দিকে সাংস্কৃতিক বিনিময় দু’দেশের মধ্যে বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সুতরাং দু’দেশের জনগণের অন্তরের যোগাযোগ জোরদারের জন্য দু’দেশের সাহিত্যসেবীরা দু’দেশের জনগনের আরো বেশী হৃদয়কে অভিভূত করার সাহিত্য অনুবাদ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মানুষ জন্মের পর পর যাকে অপাপষ্পর্শা, ভাল মানুষের সঙ্গে থাকলে ভাল মানুষ হবে, খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষ হয়ে যাবে। বই পড়ার আওয়াজের মধ্য দিয়ে ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং দু তলার শিশুদের ক্লাসে যান । বার্লিনর ইসি চীনা সংস্কৃতি স্কুলের শিক্ষক ওয়াং লি ডেন কয়েক ডজন শিশুকে কনফুসিয়াসের “ তিন শব্দের মতবাদ ” শিখিয়ে দিছেন। “ তিন শব্দের মতবাদ “ সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, “ তিন শব্দের মতবাদ শিশুদের জন্য চীনের একটি ঐতিহ্যবাহী বই। প্রচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে। মানুষকে আদর্শায়ন করার জন্য এই বই অত্যন্ত গুরুত্বর্পূণ। চীনা শব্দ শেখার পাশাপাশি মানুষের নৈতিকতা আপনাআপনি অনুভব করতে সক্ষম। মানুষের জন্য আজীবন এটা ব্যবহার করা যায়। অবশেষে ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং নাচের ক্লাসে হজির হন। বেশ কয়েক জন জার্মান মেয়ে চীনের জাতিগত নৃত্য নাচতে চর্চা করছিল। তাদের নৃত্য দেখে সি চিন পিংও তাদের মধ্যে গিয়ে নাচতে শুরু করেন।এ থেকে বুঝা যায় যে, শিশুদের সঙ্গে নাচার জন্য ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আনন্দের অন্ত নেই। তিনি শিশুদের বলেন, তারা চীন-জার্মানি দু’দেশের মৈতীর ফুল।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China